Choose the correct spelling:
A
Juxtapose
B
Juxtappose
C
Juxtaposee
D
Juxtapoze
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ক) Juxtapose। এই শব্দটি একটি verb। Juxtapose মানে হলো পাশাপাশি বা সমান্তরালভাবে কিছু স্থাপন করা, সাধারণত তুলনা বা বৈপরীত্য দেখানোর জন্য বা কোনো আকর্ষণীয় প্রভাব তৈরি করার উদ্দেশ্যে।
-
Bangla Meaning: পাশাপাশি/সমান্তরাল স্থাপন করা
-
English Meaning: to place (different things) side by side (as to compare them or contrast them or to create an interesting effect)
উদাহরণ বাক্য:
-
By looking at my old diary, I can juxtapose my past with my current life.
-
It is interesting to juxtapose the lifestyle of today's teenage generation with their grandparents' generation.
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
He insisted to be moving the car.
B
He insisted in moving the car.
C
He insisted for moving the car.
D
He insisted on moving the car.
সঠিক বাক্য: He insisted on moving the car.
-
Insist on / upon / Insist on doing something:
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা; কোনো কাজ অব্যাহত রাখার জন্য অন্যদের উপেক্ষা করা।
-
বাংলায়: কোনো বিষয়ে জোর দেওয়া বা প্রবলভাবে দাবী করা।
-
-
Insist on / upon এর সাথে সর্বদা verb এর -ing form ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
0
Updated: 1 month ago
Choose the correct answer. How long did you wait?
Created: 7 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।
0
Updated: 7 months ago
Who of the following is an American writer?
Created: 1 month ago
A
Oscar Wilde
B
D. H. Lawrence
C
William Sydney Porter
D
W. Somerset Maugham
William Sydney Porter, যিনি O. Henry নামে খ্যাত, একজন বিখ্যাত আমেরিকান ছোটগল্পকার ছিলেন, যিনি ১৯ শতকের শেষ ভাগ ও ২০ শতকের শুরুর দিকে সাহিত্যজগতে তার চমকপ্রদ ও মানবিক গল্পগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।
-
O. Henry (1862-1910): তাঁর প্রকৃত নাম William Sydney Porter।
-
তিনি লেখালেখি শুরু করেছিলেন জেলখানায় থাকার সময়, যেখানে তিনি ব্যাংকে হিসাবরক্ষণের ভুলের কারণে ছিলেন।
-
"O. Henry" নামটি তার ছদ্মনাম (pen name)।
-
তিনি প্রধানত নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে গল্প লিখতেন।
-
তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার দেখা যায়।
-
বিশিষ্ট ছোটগল্পসমূহ:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
The Ransom of Red Chief
-
The Furnished Room
-
The Trimmed Lamp
-
The Four Million
-
Whirligigs
-
The Voice of the City
-
Source:
0
Updated: 1 month ago