Choose the correct sentence:
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-

0
Updated: 15 hours ago
What is the abstract noun of 'Please'?
Created: 1 day ago
A
Please
B
Pleasure
C
Pleasant
D
Pleasantly
The abstract noun of 'Please': Pleasure
-
Please (verb, adverb)
-
English meaning: cause to feel happy and satisfied
-
Bangla meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে
-
-
Pleasure (noun)
-
English meaning: a feeling of happy satisfaction and enjoyment
-
Bangla meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্টি; পরিতোষ; আমোদ; আহ্লাদ
-
Other forms:
-
Pleasurable (adjective) – সুখাবহ; প্রীতিপদ
-
Pleasurably (adverb) – সুখাবহরূপে
Related words:
-
Pleasant (adjective) – সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
Pleasantly (adverb) – সুখাবহরূপে
Source:

0
Updated: 1 day ago
"After one's own heart" means -
Created: 3 weeks ago
A
To be in low spirits
B
With complete devotion
C
To be in high spirit
D
To one's own liking
✦ Idiom: After one's own heart
Meaning
-
English: used to say that someone has likes and dislikes similar to one's own; to one's own liking
-
Bangla: মনের মতো
Example Sentences
-
His dedication to environmental conservation is after my own heart; she spends every weekend planting trees and cleaning up local parks.
-
As a lover of art and literature, her decision to spend her vacation visiting museums and bookstores is truly after my own heart.
Source
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 week ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।

0
Updated: 1 week ago