Choose the correct sentence:
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-
0
Updated: 1 month ago
Fill in the gap:
She insisted _____ with us.
Created: 1 month ago
A
on her coming
B
is to come
C
over coming
D
to come
Correct Answer: ক) on her coming
Explanation:
-
Insist সাধারণত insist on + gerund (-ing form) এর সাথে ব্যবহার হয়।
-
অর্থাৎ: insist on doing something → কোনো কিছু করার জন্য জোর দেওয়া।
Structure:
-
Insist + on + possessive adjective + gerund
-
যেমন:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.
-
-
Why other options are wrong:
-
খ) is to come → "Insist" এর সাথে এই structure ব্যবহার হয় না।
-
গ) over coming → "Insist over" phrase ভুল।
-
ঘ) to come → "Insist to come" structure ভুল।
0
Updated: 1 month ago
Which of the following words can be used as a verb?
Created: 2 months ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
__________ sugar should I buy for the cake?
Created: 3 months ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?
0
Updated: 3 months ago