ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৬৩ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
উত্তরের বিবরণ
তাসখন্দ চুক্তি
-
১৯৬৬ সালের ১০ জানুয়ারি স্বাক্ষরিত।
-
কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান ঘটায়।
-
স্বাক্ষর স্থল: তাসখন্দ, উজবেকিস্তান (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
-
মধ্যস্থতাকারী: সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিজিন।
-
স্বাক্ষরকারী: ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান।
0
Updated: 1 month ago
INF চুক্তির মাধ্যমে কোন ধরনের মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল?
Created: 1 month ago
A
ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল
B
আকাশে ব্যবহৃত মিসাইল
C
সমুদ্রে ব্যবহৃত মিসাইল
D
দূরপাল্লার পারমাণবিক মিসাইল
'INF' চুক্তি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়। এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়। চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
-
INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces
-
চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়
-
সমুদ্র ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি
-
চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে, ১ জুন, ১৯৯১ তারিখে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে
-
২০১৮ সালের ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে চুক্তিটি কার্যকরী না থাকে
-
২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে
উৎস:
0
Updated: 1 month ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 2 months ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
নেদারল্যান্ড
D
কানাডা
স্কটল্যান্ড ইয়ার্ড
-
সংজ্ঞা: লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম
-
অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: রবার্ট পিল (তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী)
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস, লন্ডন
-
নামকরণের উৎস: অফিসের অবস্থানের স্থানীয় নাম থেকে
-
বর্তমান নাম: New Scotland Yard
মূল কার্যাবলী:
-
অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি
-
ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
-
ফরেনসিক সার্ভিস: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ
-
জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা
-
সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ
উৎস: Britannica
0
Updated: 2 months ago