'Avangard' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের?
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
ইরান
উত্তরের বিবরণ
Avangard হলো রাশিয়ার তৈরি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (HGV), যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) মাধ্যমে উৎক্ষেপণ করা যায়।
-
গতি ও ক্ষমতা: ম্যাক ২০ (শব্দের গতির ২০ গুণের বেশি) এবং অনির্দেশ্য কৌশলে গতিপথ পরিবর্তন করতে সক্ষম, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো যায়।
-
উন্মোচন ও মোতায়েন: ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উন্মোচন করেন; ২০১৯ সালের শেষ দিকে কার্যকরভাবে মোতায়েন শুরু হয়।
-
উদ্দেশ্য: মূলত যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করার জন্য ডিজাইন।
0
Updated: 1 month ago
. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
Created: 5 days ago
A
আফগানিস্তান
B
মায়ানমার
C
পেরু
D
মালি
GTI ২০২৩ অনুযায়ী, আফগানিস্তান ধারাবাহিকভাবে সবচেয়ে
বেশি সন্ত্রাসবাদের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে। দেশটিতে তালেবান ও
ইসলামিক স্টেট-খোরাসান (IS-K) সংগঠনের কার্যক্রম, আত্মঘাতী হামলা এবং বেসামরিক
জনগণের ওপর আক্রমণ এই অবস্থানের প্রধান কারণ। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক (Global Terrorism Index - GTI) ২০২৩ প্রকাশ করেছে Institute
for Economics and Peace (IEP), যার
সদর দপ্তর সিডনি, অস্ট্রেলিয়ায়। এই সূচক বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত
ঘটনা, প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদির ওপর ভিত্তি
করে দেশগুলোর অবস্থান নির্ধারণ করে। বর্তমানে বাংলাদেশ- ৩২তম।
0
Updated: 5 days ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 1 month ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
Created: 2 months ago
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago