A
১৮০০ সালে
B
১৮০১ সালে
C
১৮০২ সালে
D
১৮০৪ সালে
উত্তরের বিবরণ
ফোর্ট উইলিয়াম কলেজ
• ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
• এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্ররিামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। তিনি তাঁরা অধীনস্ত দু-জন পণ্ডিত এবং ছয় জন সহকারী পণ্ডিতের সহযোগিতায় বাংলা গদ্যে কলেজের পাঠোপযোগী পুস্তক রচনায় আত্মনিয়োগ করেন।
• তাঁদের এই প্রচেষ্টার ফলাফল দিয়েই বাংলা গদ্যের অনুশীলনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা নিরূপণ করা হয়।
ফোর্ট উইলিয়ামের ফর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের এই সময়ের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন এগুলো হলো:
• কেরি রচিত: কথোপকথন; ইতিহাসমালা (১৮১২)।
• রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র; লিপিমালা (১৮০২)।
• গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ (১৮০২)।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন; হিতোপদেশ; রাজাবলি; প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)।
• তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট।
• রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং।
• চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস।
• হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 week ago
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Created: 5 days ago
A
১৯৫৫ খ্রি.
B
১৩৫৫ বঙ্গাব্দ
C
১৯৫২ খ্রি.
D
১৩৫২ বঙ্গাব্দ
বাংলা একাডেমি
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলা একাডেমি।
এটি প্রতিষ্ঠিত হয় ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ, অর্থাৎ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, ঢাকার বর্ধমান হাউসে।
১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এরপর ১৯৭২ সালে প্রফেসর মাযহারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হন।
একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ, যিনি ১৯৬১ সালে এই দায়িত্ব পালন করেন।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমির ওয়েবসাইট।

0
Updated: 5 days ago