যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
A
প্রথম জেনেভা কনভেনশন
B
দ্বিতীয় জেনেভা কনভেনশন
C
তৃতীয় জেনেভা কনভেনশন
D
চতুর্থ জেনেভা কনভেনশন
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এই কনভেনশন যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
-
স্থাপন: সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত
-
আঁচল: ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
-
স্বাক্ষরিত: ১২ আগস্ট, ১৯৪৯
-
উপাধি: ‘চারটি রেডক্রস কনভেনশন’
মূল জেনেভা কনভেনশনসমূহ:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনাদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬/১৯০৭): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; হেগ চুক্তি দ্বারা সংশোধিত।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): বেসামরিক জনগণের নিরাপত্তা ও সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

0
Updated: 15 hours ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 2 weeks ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
বর্তমানে সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
হংকং
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ
-
বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ: তাইওয়ান
-
প্রধান কারণ: প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, এবং উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া।
-
প্রধান প্রতিষ্ঠান: TSMC (Taiwan Semiconductor Manufacturing Company)
-
এটি বিশ্বের সবচেয়ে বড় ও উন্নত চিপ নির্মাতা।
-
গ্রাহকরা: অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
-
TSMC একাই বিশ্বের ৫৬% এর বেশি কাস্টম চিপ উৎপাদন করে।
-
উৎস: World Population Review.

0
Updated: 1 month ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 2 weeks ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago