NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
উত্তরের বিবরণ
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি WIPO এর পূর্ণরূপ হিসেবে বিবেচিত?
Created: 1 month ago
A
World Intellectual Property Organization.
B
World Intellectual Perfect Organization
C
World Intellectual Propering Organisation.
D
World International Property Organization.
WIPO, বা World Intellectual Property Organization, হলো জাতিসংঘের একটি বৈশ্বিক সংস্থা যা বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ ও সৃজনশীল কর্মকান্ডকে উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করে। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
-
পূর্ণরূপ: World Intellectual Property Organization
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৮৫ সালের ১১ মে থেকে
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির জোটে ছিল-
Created: 1 month ago
A
ইতালি, জার্মানি, জাপান
B
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স
C
রাশিয়া, জার্মানি, জাপান
D
যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি
অক্ষশক্তি (Axis Powers) – দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরোধী জোট:
-
উৎপত্তি ও গঠন:
-
অক্ষশক্তি ছিল একটি সামরিক জোট, যা জার্মানি, ইতালি এবং জাপানের নেতৃত্বে গঠিত।
-
মূল উৎপত্তি ঘটেছিল জার্মানি ও ইতালির মধ্যে একাধিক চুক্তির মাধ্যমে।
-
-
প্রাথমিক ঘোষণা:
-
১৯৩৬ সালের ২৫ অক্টোবর, রোম–বার্লিন অক্ষ ঘোষণা করা হয়। এই ঘোষণা অনুযায়ী, জার্মানি ও ইতালি দাবি করে পৃথিবী রোম–বার্লিন অক্ষের উপর আবর্তিত হবে।
-
-
অ্যান্টি-কমিন্টার্ন প্যাক্ট:
-
১৯৩৬ সালের ২৫ নভেম্বর জার্মানি ও জাপান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অ্যান্টি-কমিন্টার্ন প্যাক্ট স্বাক্ষর করে।
-
এই চুক্তি অক্ষশক্তির কার্যক্রমকে আরও সুসংহত ও কৌশলগতভাবে শক্তিশালী করে।
-
-
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
তাদের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করা।
-
বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা।
-
সংক্ষেপে: অক্ষশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধে প্রতিরোধ ও আক্রমণ চালাতে একত্রিত হয়েছিল।
0
Updated: 1 month ago
ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago