NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
উত্তরের বিবরণ
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে

0
Updated: 15 hours ago
ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৭৩ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৮০ সালে
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB)
-
পূর্ণরূপ: Islamic Development Bank
-
প্রতিষ্ঠা:
-
সিদ্ধান্ত: ১৯৭৩, জেদ্দা, সৌদি আরব (মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন)
-
কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫
-
-
প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব
-
সদস্য দেশ সংখ্যা: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser
-
বাংলাদেশের যোগদান: ১২ আগস্ট, ১৯৭৪; কার্যক্রম শুরু: ১৯৮৩
-
বৈশিষ্ট্য:
-
বিনা সুদে ঋণ প্রদান
-
আর্থ-সামাজিক উন্নয়ন সহায়তা
-
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে কার্যক্রম
-
-
উল্লেখ্য:
-
ওআইসি সদস্য দেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে IsDB সদস্য
-
বাংলাদেশও ওআইসি সদস্য হওয়ায় IsDB-এর অংশ
-
উৎস: IDB ওয়েবসাইট

0
Updated: 1 month ago
মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 week ago
A
অটোয়া, কানাডা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
হেগ, নেদারল্যান্ড
D
প্যারিস, ফ্রান্স
অটোয়া কনভেনশন মূলত একটি আন্তর্জাতিক চুক্তি যা স্থলমাইন নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ব্যবহার এবং বিস্তার রোধে গৃহীত হয়।
-
অটোয়া কনভেনশন বা "স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি" নামে পরিচিত।
-
এটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
১৯৯৯ সালের মার্চ থেকে এটি কার্যকর হয়েছে।
-
এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্থলমাইন অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
-
মার্শাল দ্বীপপুঞ্জ এটি স্বাক্ষর করলেও এখনো অনুমোদন করেনি।
-
৩৪টি দেশ এখনো এই চুক্তি স্বাক্ষর করেনি, যার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন উল্লেখযোগ্য।
উৎস:

0
Updated: 1 week ago
নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি-
Created: 1 month ago
A
সাহারা মরুভূমি
B
আরব মরুভূমি
C
কালাহারি মরুভূমি
D
গোবি মরুভূমি
সাহারা মরুভূমি
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
-
পরিচিতি: বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি।
-
আকারের দিক থেকে: বিশ্বের ৩য় বৃহত্তম মরুভূমি
-
(১ম অ্যান্টার্কটিকা, ২য় আর্কটিক)।
-
-
অবস্থান: আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা জুড়ে বিস্তৃত।
-
বিস্তৃত দেশসমূহ: ১১টি দেশ
-
আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
-

0
Updated: 1 month ago