'অপারেশন ডেজার্ট ফক্স' কোন দেশের উপর চালানো হয়?
A
ইরাক
B
কুয়েত
C
সিরিয়া
D
আফগানিস্তান
উত্তরের বিবরণ
অপারেশন ডেজার্ট ফক্স হলো ১৯৯৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বারা ইরাকের লক্ষ্যবস্তুতে পরিচালিত চার দিনের বোমা অভিযান।
-
পরিচালক: মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট
-
কারণ: জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে সহযোগিতা না করার জন্য সাদ্দাম হোসেনের ক্রমাগত অস্বীকৃতি
-
হামলার সময়কাল: চার দিন
-
ব্যবহারকৃত অস্ত্র: এক হাজারেরও বেশি বোমা এবং ক্রুজ মিসাইল
-
লক্ষ্য: ইরাকের শতাধিক স্থাপনা
0
Updated: 1 month ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 1 month ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
0
Updated: 1 month ago
Schengen চুক্তি হচ্ছে-
Created: 1 day ago
A
বাণিজ্য চুক্তি
B
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
C
করহ্রাস করা চুক্তি
D
অস্ত্রবিরতি চুক্তি
Schengen চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইউরোপের বেশ কয়েকটি দেশ পারস্পরিক সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নিয়ে নাগরিকদের মুক্তভাবে চলাচলের সুযোগ দেয়।
• Schengen চুক্তি ১৯৮৫ সালে লুক্সেমবার্গের Schengen নামক স্থানে স্বাক্ষরিত হয়।
• এর লক্ষ্য ছিল ইউরোপের অভ্যন্তরীণ সীমান্তগুলোতে পাসপোর্ট ও ভিসা নিয়ন্ত্রণ বিলুপ্ত করা।
• পরবর্তীতে এটি ইউরোপীয় ইউনিয়নের (EU) অংশে পরিণত হয়ে Schengen Area গঠন করে।
• বর্তমানে এই অঞ্চলের দেশগুলোতে এক দেশের নাগরিক অন্য দেশে ভিসা ছাড়াই প্রবেশ ও চলাচল করতে পারে।
• এটি ইউরোপে অর্থনৈতিক, সামাজিক ও পর্যটনগত সংযোগ বৃদ্ধি করেছে।
তাই সঠিক উত্তর হলো — অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
0
Updated: 21 hours ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।
0
Updated: 2 months ago