'আইজেনহাওয়ার মতবাদ' কীসের সাথে সম্পর্কিত?
A
ইউরোপ
B
মধ্যপ্রাচ্য
C
দক্ষিণ পূর্ব এশিয়া
D
আফ্রিকা
উত্তরের বিবরণ
আইজেনহাওয়ার মতবাদ হলো ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার দ্বারা ঘোষিত একটি নীতি, যা মধ্যপ্রাচ্যে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব প্রতিরোধের লক্ষ্যে প্রণীত হয়।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
মূল লক্ষ্য: মধ্যপ্রাচ্যে কমিউনিজমের বিস্তার রোধ ও সোভিয়েত প্রভাব প্রতিরোধ
-
সাহায্য: যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করবে
-
প্রসঙ্গ: শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ

0
Updated: 15 hours ago
বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রেখা কোন দুই দেশের মধ্যে?
Created: 1 month ago
A
পর্তুগাল ও স্পেন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
ভারত ও চীন
D
চীন ও রাশিয়া

0
Updated: 1 month ago
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
Created: 15 hours ago
A
কূটনীতি
B
মানবাধিকার
C
যুদ্ধাপরাধ
D
সমুদ্র
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক সম্পর্ক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তির পূর্ণরূপ: Vienna Convention on Diplomatic Relations
-
গৃহীত: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: মোট ৫৩টি ধারার মধ্যে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত
-
দেশগুলোর সাক্ষর: ভারত ১৯৬৫ সালে, বাংলাদেশ ১৯৭৮ সালে
-
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা
-
কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা
-
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ ধারার পরিপন্থী কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়

0
Updated: 15 hours ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 1 month ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 1 month ago