'আইজেনহাওয়ার মতবাদ' কীসের সাথে সম্পর্কিত?
A
ইউরোপ
B
মধ্যপ্রাচ্য
C
দক্ষিণ পূর্ব এশিয়া
D
আফ্রিকা
উত্তরের বিবরণ
আইজেনহাওয়ার মতবাদ হলো ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার দ্বারা ঘোষিত একটি নীতি, যা মধ্যপ্রাচ্যে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব প্রতিরোধের লক্ষ্যে প্রণীত হয়।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
মূল লক্ষ্য: মধ্যপ্রাচ্যে কমিউনিজমের বিস্তার রোধ ও সোভিয়েত প্রভাব প্রতিরোধ
-
সাহায্য: যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করবে
-
প্রসঙ্গ: শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ
0
Updated: 1 month ago
কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগ্যান
C
জিমি কার্টার
D
জর্জ এইচ. ডব্লিউ. বুশ
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement) হলো বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা বসনিয়া ও হার্জেগোভিনার শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডেটন শান্তি চুক্তি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫, যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটন শহরের বিমানঘাটিতে।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫, স্থান: প্যারিস, ফ্রান্স।
-
চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
-
চুক্তি স্বাক্ষরকারী নেতৃবৃন্দ:
১. বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ
২. ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
৩. সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ -
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার
-
প্রধান শান্তি আলোচক: রিচার্ড হলব্রোক
-
চুক্তি স্বাক্ষরের স্থান ও নামকরণ: চুক্তি ডেটনে খসড়া প্রণীত হওয়ায় এটিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 5 days ago
A
১৯৭৪
B
২০১১
C
২০১৩
D
২০১৫
১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন, যা পরে ‘মুজিব-ইন্দিরা চুক্তি’ নামে পরিচিত হয়। এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৪ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সংবিধানের তৃতীয় সংশোধনী আনা হয়। তবে ভারত তখন নিজ সংবিধানে সংশোধনী না আনার কারণে চুক্তিটি ৪১ বছর ধরে অনির্বাহিত থাকে। পরে ২০১১ সালের ৬ ডিসেম্বর, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে চুক্তি বাস্তবায়নের প্রটোকল স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ৭ মে ২০১৫ সালে ভারতের মন্ত্রিসভা ১০০তম সংবিধান সংশোধনী বিল অনুমোদন দেয়। এর ফলে ১ আগস্ট ২০১৫ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। এই চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশকে দেয় ১১১টি ছিটমহল (আয়তন: ১৭,১৬০.৬৩ একর) এবং বাংলাদেশ ভারতকে দেয় ৫১টি ছিটমহল (আয়তন: ৭,১১০.০২ একর)।
0
Updated: 5 days ago
কোন মার্কিন প্রেসিডেন্ট অসলো-১ শান্তি চুক্তির মধ্যস্থতা করেন?
Created: 2 months ago
A
রিগান
B
জিমি কার্টার
C
বিল ক্লিনটন
D
রিচার্ড নিক্সন
অসলো-১ শান্তি চুক্তি হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গৃহীত হয়।
-
স্বাক্ষরিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
-
চুক্তি স্বাক্ষরিত স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
চুক্তির নাম অসলো চুক্তি, কারণ এর পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল
-
চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিতে মধ্যস্থতা করেন
তথ্যসূত্র:
0
Updated: 2 months ago