লস্কর-ই-তাইয়্যেবা কোন দেশের জঙ্গি সংগঠন?
A
পাকিস্তান
B
আফগানিস্তান
C
জর্ডান
D
লেবানন
উত্তরের বিবরণ
লস্কর-ই-তৈইয়্যেবা হলো ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন, যা পাকিস্তান থেকে পরিচালিত হয়।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠা সাল: ১৯৮০-এর দশক
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলাম, বিশেষভাবে ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত
-
প্রথম কার্যক্রম: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ

0
Updated: 15 hours ago
২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
Created: 2 days ago
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
অস্কার পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ২ মার্চ। এটি অস্কারের ৯৭তম আসর।
প্রধান বিজয়ী তালিকা:
-
সেরা সিনেমা: আনোরা
-
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
-
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
-
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
-
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
-
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
-
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
-
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
-
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
-
সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
-
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
-
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
-
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড

0
Updated: 20 hours ago
শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

0
Updated: 1 week ago
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
Created: 15 hours ago
A
কূটনীতি
B
মানবাধিকার
C
যুদ্ধাপরাধ
D
সমুদ্র
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক সম্পর্ক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তির পূর্ণরূপ: Vienna Convention on Diplomatic Relations
-
গৃহীত: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: মোট ৫৩টি ধারার মধ্যে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত
-
দেশগুলোর সাক্ষর: ভারত ১৯৬৫ সালে, বাংলাদেশ ১৯৭৮ সালে
-
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা
-
কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা
-
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ ধারার পরিপন্থী কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়

0
Updated: 15 hours ago