'খেমারুজ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
A
ফিলিপাইন
B
পেরু
C
কলম্বিয়া
D
কম্বোডিয়া
উত্তরের বিবরণ
খেমারুজ হলো কম্বোডিয়ার একটি সোশ্যালিস্ট গেরিলা সংগঠন, যা পলপটের নেতৃত্বে দেশটিকে নিয়ন্ত্রণ করেছিল।
-
নেতা: পলপট, কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক
-
শাসনকাল: ১৯৭৫–১৯৭৯
-
মানবিক ক্ষয়ক্ষতি: প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়, যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত
-
পতন: ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের অবসান ঘটে
0
Updated: 1 month ago
Track-II ডিপ্লমেসি বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
সরকারি পর্যায়ে কূটনৈতিক আলোচনা
B
বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
C
গোপন সামরিক চুক্তি
D
বাণিজ্যিক আলোচনার মাধ্যমে কূটনীতি
Track-II diplomacy হলো বেসরকারি বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ, যা সরকারি পর্যায়ের আলোচনার (Track-I diplomacy) পরিপূরক হিসেবে কাজ করে। এর মাধ্যমে সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠা লক্ষ্য করা হয়।
-
প্রকৃতি: বেসরকারি পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা
-
অংশগ্রহণকারী: বেসরকারি ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অবসরপ্রাপ্ত কূটনীতিক, এবং সিভিল সোসাইটি
-
লক্ষ্য: সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা
-
সম্পর্ক: Track-I diplomacy বা সরকারি পর্যায়ের আলোচনার পরিপূরক
0
Updated: 1 month ago
'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 2 months ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট
0
Updated: 2 months ago