'খেমারুজ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
A
ফিলিপাইন
B
পেরু
C
কলম্বিয়া
D
কম্বোডিয়া
উত্তরের বিবরণ
খেমারুজ হলো কম্বোডিয়ার একটি সোশ্যালিস্ট গেরিলা সংগঠন, যা পলপটের নেতৃত্বে দেশটিকে নিয়ন্ত্রণ করেছিল।
-
নেতা: পলপট, কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক
-
শাসনকাল: ১৯৭৫–১৯৭৯
-
মানবিক ক্ষয়ক্ষতি: প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়, যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত
-
পতন: ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে পলপট ও খেমারুজ শাসনের অবসান ঘটে

0
Updated: 15 hours ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 1 month ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
লায়ন ক্লাবস ইন্টারনন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 4 days ago
A
পল পি. হ্যারিস
B
মেলভিন জোন্স
C
মাসাতো কান্দা
D
রবার্ট ব্যাডেন-পাওয়েল
Lions Clubs International হলো বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ৭ জুন, ১৯১৭
-
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones)
-
প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
উদ্দেশ্য ও লক্ষ্য
-
মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন
-
দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা
-
মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)
-
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান
-
সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি
বিশেষ তথ্য
-
বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে
-
২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করছে
-
Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে
-
Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে
উৎস:

0
Updated: 4 days ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 1 month ago