'অসলো চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৭৮ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯৩ সালে
উত্তরের বিবরণ
অসলো চুক্তি হলো ১৯৯৩ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর হয়।
-
তারিখ: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের তত্বাবধানে
-
স্বাক্ষরকারীরা: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন
-
ফিলিস্তিনের প্রতিনিধিত্ব: পিএলও পার্টি, যা ইয়াসির আরাফাতের নেতৃত্বে ছিল
-
উদ্দেশ্য: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন

0
Updated: 15 hours ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।

0
Updated: 2 weeks ago
গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 6 days ago
A
ফিনল্যান্ড
B
স্পেন
C
রাশিয়া
D
নেপাল
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী
-
স্পেন: গার্ডিয়া সিভিল
-
গঠন: ১৮৪৪
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
-
ভারত: BSF (Border Security Force)
-
রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
-
ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
-
ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
-
জার্মানি: জার্মান ফেডারেল পুলিশ
-
যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
-
পাকিস্তান: রেঞ্জার্স
-
মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
-
বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ
সূত্র:

0
Updated: 6 days ago
ABM Treaty কবে বাতিল হয়?
Created: 4 days ago
A
১৩ ডিসেম্বর, ২০০১
B
১৩ ডিসেম্বর, ২০০২
C
১৩ জুন, ২০০১
D
১৩ জুন, ২০০২
ABM Treaty হলো Anti Ballistic Missile Treaty, যা একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং চুক্তির অন্য নাম হলো Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ এবং কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২, স্বাক্ষরের স্থান ছিল মস্কো, রাশিয়া। চুক্তির মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ, এবং এটি পরে ১৩ জুন, ২০০২-এ বাতিল করা হয়।
-
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর, ২০০১-এ চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং এটি ৬ মাস পরে জুন, ২০০২-এ কার্যকর হয়।
উৎস:

0
Updated: 4 days ago