ইরানে ইসলামী বিপ্লবের নেতা কে ছিলেন?
A
আয়াতুল্লাহ সলোমান রহমানি
B
সলোমান রাব্বানি
C
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
D
মোহাম্মাদি আব্বাস
উত্তরের বিবরণ
ইরানে ইসলামি বিপ্লব হলো ১৯৭৯ সালে সংঘটিত একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লব, যা ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতনের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের সূচনা করে।
-
নেতৃত্ব: আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
-
সূত্রপাত: জানুয়ারি, ১৯৭৮
-
শাসক পতন ও বিপ্লবের পূর্ণতা: ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯
-
ইসলামী প্রজাতন্ত্রের ঘোষণা: ১ এপ্রিল, ১৯৭৯
-
প্রভাব: ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসন শেষ হয়

0
Updated: 15 hours ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 2 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

0
Updated: 2 weeks ago
'ক্যাম্প ডেভিড চুক্তি' কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?
Created: 16 hours ago
A
মিশর ও ইসরাইল
B
ইসরাইল ও ফিলিস্তিন
C
ইসরাইল ও লেবানন
D
ইসরাইল ও সিরিয়া
ক্যাম্প ডেভিড চুক্তি হলো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন কর্তৃক স্বাক্ষরিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চুক্তি।
-
স্বাক্ষরের তারিখ ও স্থান: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮; ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
-
মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
-
প্রভাব:
-
চুক্তির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়
-
আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন
-
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েল-মিশর মধ্যে বিরোধ সমাধান

0
Updated: 16 hours ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 1 week ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:

0
Updated: 1 week ago