'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন-
A
ঈশ্বরচন্দ্র গুপ্ত
B
অক্ষয়কুমার দত্ত
C
প্যারিচাঁদ মিত্র
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত।
• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
শেখ ফজলুল করিম
C
প্রমথ চৌধুরী
D
মোহাম্মদ নাসির উদ্দিন
'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যের চলতি গদ্যরীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হওয়া এটি বাংলা গদ্যরীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পত্রিকাটি সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতিকে ব্যবহার ও প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলেন এবং পরবর্তীতে তা চর্চা করেন।
এছাড়াও, সাহিত্য জগতে 'সবুজপত্র গোষ্ঠী' গঠনের ক্ষেত্রেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকাটি ১৯২৭ সালে বন্ধ হয়ে যায়।
-
সম্পাদক: প্রমথ চৌধুরি
-
প্রথম প্রকাশ: ১৯১৪, মাসিক 'সবুজপত্র'
-
বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশ
-
গদ্যরীতিতে প্রভাব: চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা
-
বিশিষ্ট অবদান: রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত গদ্যরীতি চর্চায় সহায়ক
-
সাহিত্যকেন্দ্রিক ভূমিকা: 'সবুজপত্র গোষ্ঠী' গঠনে সহায়ক
-
সমাপ্তি: ১৯২৭ সালে বন্ধ
0
Updated: 1 month ago
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
Created: 1 month ago
A
কৃষ্ণচন্দ্র মজুমদার
B
রামানন্দ চট্রোপাধ্যায়
C
শামসুর রাহমান
D
সিকান্দার আবু জাফর
‘ঢাকা প্রকাশ’ পত্রিকা
-
ঢাকা প্রকাশ ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
-
এর প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
পত্রিকাটি ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙালা যন্ত্র’ থেকে প্রথমবার প্রকাশিত হয়।
-
ঢাকা প্রকাশ প্রায় ১০০ বছর পর্যন্ত সক্রিয় ছিল।
-
পরিচালকদের মধ্যে মূল ব্যক্তিত্ব ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
সুফিয়া কামাল
D
মোতাহার হোসেন চৌধুরী
‘পূর্বাশা’ ছিল একটি গুরুত্বপূর্ণ সাহিত্যপত্রিকা, যার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়। টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে যায়, তবে পরে ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশিত হয়। অবশেষে ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এটি ছিল একটি মাসিক পত্রিকা, যেখানে আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই লেখালেখি করেছেন।
0
Updated: 1 month ago