সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য ট্রাম্প ও পুতিন কোথায় বৈঠক করেছে? [আগস্ট, ২০২৫]
A
দোহা
B
আলাস্কা
C
শিকাগো
D
গ্রিনল্যান্ড
উত্তরের বিবরণ
ট্রাম্প-পুতিন বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক আলোচনা, যা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করেছিল।
-
তারিখ ও স্থান: ১৫ আগস্ট, ২০২৫; Joint Base Elmendorf–Richardson, আংকারিজ, আলাস্কা, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
-
মূল উদ্দেশ্য: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা

0
Updated: 15 hours ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 1 month ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন অঞ্চলকে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 5 days ago
A
উইঘুর রাজ্য
B
গাজা উপত্যকা
C
আরাকান রাজ্য
D
কিশনগড় উপত্যকা
গাজা উপত্যকাকে বর্তমানে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। এখানে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং চরম দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
-
প্রায় ২৩ লাখ মানুষ এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যা এক মারাত্মক মানবিক সংকটের ইঙ্গিত দেয়।
-
মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর অনাহার, অপুষ্টি ও মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিয়েছে।
-
খাবার, ওষুধ, পানি ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহে ইসরাইলি নিষেধাজ্ঞা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক চাহিদা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে।
-
সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, যা সহায়তা সংকটকে আরও তীব্র করেছে।

0
Updated: 5 days ago
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
Created: 1 month ago
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট

0
Updated: 1 month ago