সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য ট্রাম্প ও পুতিন কোথায় বৈঠক করেছে? [আগস্ট, ২০২৫]
A
দোহা
B
আলাস্কা
C
শিকাগো
D
গ্রিনল্যান্ড
উত্তরের বিবরণ
ট্রাম্প-পুতিন বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক আলোচনা, যা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে মনোযোগ কেন্দ্রীভূত করেছিল।
-
তারিখ ও স্থান: ১৫ আগস্ট, ২০২৫; Joint Base Elmendorf–Richardson, আংকারিজ, আলাস্কা, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
-
মূল উদ্দেশ্য: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 1 month ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে খ্যাত।
-
আয়তন অনুযায়ী বিশ্বে প্রথম, যদিও আয়তনের দিক থেকে নয়
-
পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২২% বৈকাল হ্রদে সংরক্ষিত
-
উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও বৈকাল হ্রদ পূর্ণ করতে সক্ষম নয়
-
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
-
অত্যন্ত স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবে পরিচিত
অন্য উল্লেখযোগ্য হ্রদসমূহ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
টাঙ্গানিকা হ্রদ: বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 1 month ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট
0
Updated: 2 months ago
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
টোকিও, জাপান
B
বেইজিং, চীন
C
প্যারিস, ফ্রান্স
D
সিউল, দক্ষিণ কোরিয়া
চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট গেমস, যা রোবটিক্স প্রযুক্তির উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত।
-
প্রতিযোগিতায় ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করে।
-
এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল, আর বাকি ৮৮টি দল অংশ নেয় চীনের বেসরকারি প্রতিষ্ঠান ইউনিট্রি (Unitree) এবং ফোরিয়ার ইন্টেলিজেন্স (Fourier Intelligence)-এর মতো রোবট নির্মাতা কোম্পানি থেকে।
-
মানবাকৃতি রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।
-
এছাড়া তারা ওষুধ বাছাই, জিনিসপত্র বহন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বাস্তব জীবনের চ্যালেঞ্জভিত্তিক কাজেও অংশগ্রহণ করে, যা তাদের দক্ষতা ও অভিযোজন ক্ষমতা যাচাইয়ের সুযোগ দেয়।
উল্লেখযোগ্যভাবে, চীন সাম্প্রতিক বছরগুলোতে হিউম্যানয়েড রোবট এবং রোবটিক্স খাতে ব্যাপক বিনিয়োগ করছে।
-
এর প্রধান দুটি কারণ হলো: দেশের বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
-
এই লক্ষ্য অর্জনে চীন সাম্প্রতিক সময়ে বৃহৎ রোবটিক্স ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন এবং একটি আন্তর্জাতিক রোবট সম্মেলন।
0
Updated: 1 month ago