'ফার্ক' কোন দেশের গেরিলা সংগঠন?
A
কলম্বিয়া
B
পেরু
C
জাপান
D
কম্বোডিয়া
উত্তরের বিবরণ
ফার্ক (FARC) হলো কলম্বিয়ার একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন, যা রাজনৈতিক ও সামরিক কার্যক্রমে সক্রিয়।
-
পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia
-
প্রতিষ্ঠা: ১৯৬৪, কলম্বিয়ার কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: ম্যানুয়েল মারুলেন্দা
-
নৈতিক ও রাজনৈতিক আদর্শ: মার্কসবাদী
0
Updated: 1 month ago
Amnesty International এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
মন্ট্রিল
D
নাইরোবি
Amnesty International (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
-
ধরন: আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বেসরকারী সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৬১, লন্ডন
-
প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন, এরিক বেকার
-
সদর দপ্তর: লন্ডন
-
উদ্দেশ্য:
-
আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা
-
জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সহায়তা করা
-
-
পুরস্কার: শান্তিতে নোবেল পুরস্কার, ১৯৭৭
-
বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড
0
Updated: 1 month ago
’দোজাংখা’ কোন দেশের ভাষা?
Created: 1 month ago
A
মালদ্বীপ
B
ভুটান
C
হাঙ্গেরি
D
ভ্যাটিকান সিটি
ভুটান হলো দক্ষিণ-মধ্য এশিয়ার একটি পাহাড়ী দেশ, যা তার স্বতন্ত্র সংস্কৃতি ও নীতিনির্ধারণের জন্য পরিচিত। দেশটি সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত দিক থেকে অনন্য।
-
আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)
-
রাজধানী: থিম্পু
-
ভাষা: দোজংখা
-
ধর্ম: তিব্বতি বৌদ্ধধর্ম প্রধান, এছাড়াও হিন্দু ধর্ম প্রচলিত
-
মুদ্রা: গুলট্রাম
-
ভুটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ হিসেবে পরিচিত
অন্যদিকে, বিভিন্ন দেশের প্রধান ভাষাসমূহ হলো:
-
খেমার: কম্বোডিয়া
-
ক্যাটালন: স্পেন
-
সার্ব: বসনিয়া ও হার্জেগোভিনা
-
মজর (Magyar): হাঙ্গেরি
-
ল্যাটিন: ভ্যাটিকান সিটি
-
দিভেহি: মালদ্বীপ
উৎস:
0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
Created: 1 month ago
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।
0
Updated: 1 month ago