মিউনিখ নিরাপত্তা সম্মেলন -২০২৫ কত তম সম্মেলন?[আগস্ট, ২০২৫]
A
৫৯ তম
B
৬০ তম
C
৬১ তম
D
৬২ তম
উত্তরের বিবরণ
মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত হয়।
-
প্রতিষ্ঠা: ১৯৬৩
-
আয়োজনের সময়: প্রতিবছর ফেব্রুয়ারি মাসে
-
স্থান: মিউনিখ, জার্মানি
-
সাম্প্রতিক সম্মেলন: ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন, ১৪–১৬ ফেব্রুয়ারি, ২০২৫
-
অংশগ্রহণকারীরা: রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠন, পেশাজীবী, একাডেমিশিয়ান ও বিশেষজ্ঞরা
-
আলোচ্য বিষয়: বৈশ্বিক নিরাপত্তা নীতি, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতা
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
মোজাম্বিক
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
কমনওয়েলথ হলো একটি আন্তর্জাতিক সমিতি, যা মূলত ব্রিটিশ রাজ্যের প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
৫৫তম দেশ: গ্যাবন
-
৫৬তম দেশ: টোগো
-
-
বাংলাদেশ: ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
ব্রিটিশ উপনিবেশ না হলেও সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
বিশেষ তথ্য:
-
পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়
-
দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে, ১৯৯৪ সালে পুনরায় যোগ দেয়
-
২০২২ সালে গ্যাবন ও টোগো রুয়ান্ডা সম্মেলনে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়
-
উৎস:
0
Updated: 1 month ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
0
Updated: 1 month ago
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট
0
Updated: 2 months ago