রেনেসাঁর সূত্রপাত হয় -
A
ইতালিতে
B
ফ্রান্সে
C
ইংল্যান্ডে
D
জার্মানিতে
উত্তরের বিবরণ
রেনেসাঁ হলো ইউরোপে মধ্যযুগের পরে প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণ বা পুনর্জন্ম।
-
অর্থ: পুনর্জন্ম বা পুনর্জাগরণ
-
সূত্রপাত: ইতালির ফ্লোরেন্স শহরে
-
বিস্তার: পরবর্তীতে ইতালির অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন দেশে
-
সময়কাল: চতুর্দশ থেকে ষোড়শ শতক, বিশেষ করে ১৪শ–১৬শ শতক
-
কারণ: ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা
-
প্রভাব: সংস্কৃতি, শিল্প ও বিদ্যা চর্চায় প্রাচীন কল্পনা ও প্রযুক্তির পুনরুজ্জীবন
0
Updated: 1 month ago
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
১টি
B
৩টি
C
২টি
D
৪টি
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়।
-
সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ (আগস্ট, ২০২৫)।
-
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ দুটি: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ন্যাটোর ৩২তম সদস্য পদ লাভ করে।
0
Updated: 1 month ago
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
Created: 4 days ago
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) সরকারকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে, গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ ও সংসদ সদস্যরা ১১ এপ্রিল ২০২১ সালে গঠন করেন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (National Unity Government - NUG), যা বর্তমানে নির্বাসিত সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। এই সরকারের মূল লক্ষ্য হলো সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। নিরাপত্তাজনিত কারণে সরকারের কার্যক্রম অনলাইনে বা ভার্চুয়ালভাবে পরিচালিত হয়।
0
Updated: 4 days ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica
0
Updated: 2 months ago