'ক্যাম্প ডেভিড চুক্তি' কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?
A
মিশর ও ইসরাইল
B
ইসরাইল ও ফিলিস্তিন
C
ইসরাইল ও লেবানন
D
ইসরাইল ও সিরিয়া
উত্তরের বিবরণ
ক্যাম্প ডেভিড চুক্তি হলো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন কর্তৃক স্বাক্ষরিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চুক্তি।
-
স্বাক্ষরের তারিখ ও স্থান: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮; ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
-
মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
-
প্রভাব:
-
চুক্তির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়
-
আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন
-
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েল-মিশর মধ্যে বিরোধ সমাধান

0
Updated: 16 hours ago
ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে?
Created: 1 week ago
A
১৯২৫ সালে
B
১৯৩০ সালে
C
১৯২৩ সালে
D
১৯২১ সালে
ইন্টারপোল (Interpol) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের দেশগুলোকে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পরস্পরের সাথে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩; স্থান – ভিয়েনা, অস্ট্রিয়া
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বশেষ সদস্য: পালাউ
উৎস:

0
Updated: 1 week ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'ওডার-নেইস লাইন' লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
Created: 2 days ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
ইসরাইল ও সিরিয়া
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
পর্তুগাল ও স্পেন
বিভিন্ন দেশের সীমানা ও সীমারেখা:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা।
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা।
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

0
Updated: 20 hours ago