OSCE এর পূর্ণরূপ কী?
A
Organisation for Systematic Co-Operation in Europe
B
Organisation for Strategic and Co-Operation in Europe
C
Organisation for Security and Co-Operation in Europe
D
Organisation for Strategic and co-existence in Europe
উত্তরের বিবরণ
OSCE (The Organisation for Security and Co-Operation in Europe) হলো ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংস্থা, যা শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে কাজ করে।
-
পূর্ণরূপ: The Organisation for Security and Co-Operation in Europe
-
প্রতিষ্ঠা: ১৯৭৫, হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে
-
সদস্য দেশ: ৫৭টি
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া

0
Updated: 16 hours ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 2 weeks ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
২০১০ সালে
B
২০১৩ সালে
C
২০০৭ সালে
D
২০১৫ সালে
OPCW একটি আন্তর্জাতিক সংস্থা যা রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সংস্থা বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে কাজ করছে।
-
পূর্ণরূপ: Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: বর্তমানে ১৯৩টি রাষ্ট্র OPCW-এর সদস্য
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করলেও অনুমোদন দেয়নি: ইসরাইল
-
বাংলাদেশ: ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
পুরস্কার: OPCW তাদের অবদানের জন্য ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 1 week ago