দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A
জোসেফ স্ট্যালিন
B
উইনস্টন চার্চিল এবং ক্লেমেন্ট অ্যাটলি
C
ক্লেমেন্ট অ্যাটলি
D
Correct Answer: B
উত্তরের বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত একটি বিশ্বব্যাপী সামরিক সংঘাত, যা প্রধানত জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়। এই যুদ্ধের সময় অক্ষশক্তি ও মিত্রশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুক্ত ছিল।
-
শুরু: ১ সেপ্টেম্বর, ১৯৩৯; জার্মানির পোল্যান্ড আক্রমণ
-
অক্ষশক্তি: জার্মানি, জাপান, ইতালি
-
মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি
-
যুক্তরাষ্ট্রের সরাসরি যোগদান: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও যুদ্ধের সমাপ্তি: ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
প্রধান নেতারা:
-
যুক্তরাজ্য: নেভিল চেম্বারলেন (যুদ্ধের শুরুতে), উইনস্টন চার্চিল (পরবর্তী সময়ে)
-
সোভিয়েত ইউনিয়ন: জোসেফ স্ট্যালিন
-
যুক্তরাষ্ট্র: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান
-

0
Updated: 16 hours ago
অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
Created: 1 week ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
উপসাগরীয় যুদ্ধ
D
আফগান যুদ্ধ
বিভিন্ন সময়ে ইতিহাসে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে, যেগুলো নিজ নিজ সময়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
-
অপারেশন ডেজার্ট স্টর্ম: বহুজাতিক বাহিনী দ্বারা পরিচালিত; কারণ – উপসাগরীয় যুদ্ধ; সময় – ১৯৯১ সাল।
-
অপারেশন বারবারোসা: জার্মানি কর্তৃক পরিচালিত; কারণ – সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) বিরুদ্ধে সামরিক অভিযান; সময় – দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন।
-
অপারেশন ব্লু স্টার: ইন্দিরা গান্ধী সরকারের অধীনে পরিচালিত; কারণ – ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান; সময় – ১৯৮৪ সাল।
উৎস:

0
Updated: 1 week ago
’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
Created: 1 week ago
A
৬২০ খ্রিস্টাব্দে
B
৬২২ খ্রিস্টাব্দে
C
৬২৮ খ্রিস্টাব্দে
D
৬২৫ খ্রিস্টাব্দে
হিজরি বর্ষপঞ্জি:
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।
উৎস:

0
Updated: 1 week ago
BENELUX-এর পূর্ণরূপ কী?
Created: 4 days ago
A
Belgium, Netherlands and Luxembourg
B
Belgium, Norway and Luxembourg
C
Belgium, Netherlands and Latvia
D
Belgium, Netherlands and Liechtenstein
BENELUX হলো পশ্চিম ইউরোপের তিনটি দেশ—বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—মিলিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন।
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর হওয়া: ১৯৬০
-
প্রধান বৈশিষ্ট্য: প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজার
-
সদস্য দেশ: বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস:

0
Updated: 4 days ago