'TPNW' কী বিষয় চুক্তি?
A
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
C
জৈবিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
উত্তরের বিবরণ
TPNW (The Treaty on the Prohibition of Nuclear Weapons) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে গৃহীত হয়েছে।
-
পূর্ণরূপ: The Treaty on the Prohibition of Nuclear Weapons
-
মূল উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রের বিকাশ, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া
-
প্রবর্তনের তারিখ: ৭ জুলাই, ২০১৭
-
স্বাক্ষরিত: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হওয়ার তারিখ: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৭৩টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের অংশগ্রহণ: ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন
0
Updated: 1 month ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 2 months ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC
0
Updated: 2 months ago
ভিয়েনা কনভেনশনে মোট কতটি ধারা রয়েছে?
Created: 1 month ago
A
৫১টি
B
৪৯টি
C
৫৫টি
D
৫৩টি
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত একটি চুক্তি, যা কূটনীতিকদের নিরাপত্তা এবং কূটনৈতিক কার্যক্রমের নিয়মাবলী নির্ধারণ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৮ এপ্রিল, ১৯৬১।
-
চুক্তি কার্যকর হয় ২৪ এপ্রিল, ১৯৬৪।
-
স্বাক্ষর স্থল: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
চুক্তিতে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
কোনো দেশ এই ধারার বিরুদ্ধে কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
ভারত চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬৫ সালে।
-
বাংলাদেশ চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
Created: 1 month ago
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:
0
Updated: 1 month ago