'TPNW' কী বিষয় চুক্তি?
A
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
C
জৈবিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
উত্তরের বিবরণ
TPNW (The Treaty on the Prohibition of Nuclear Weapons) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে গৃহীত হয়েছে।
-
পূর্ণরূপ: The Treaty on the Prohibition of Nuclear Weapons
-
মূল উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রের বিকাশ, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া
-
প্রবর্তনের তারিখ: ৭ জুলাই, ২০১৭
-
স্বাক্ষরিত: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হওয়ার তারিখ: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৭৩টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের অংশগ্রহণ: ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন

0
Updated: 16 hours ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 4 weeks ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 4 weeks ago
NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
Created: 15 hours ago
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে

0
Updated: 15 hours ago
Ping Pong Diplomacy'র সাথে জড়িত কোন দুটি দেশ?
Created: 4 days ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
চীন ও জাপান
D
তাইওয়ান ও জাপান
Ping Pong Diplomacy হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য টেবিল টেনিসের ব্যবহার, যা ইতিহাসে পরিচিত Shuttle Diplomacy নামে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটায় এবং দুই দেশের কূটনৈতিক সংযোগের নতুন দ্বার উন্মুক্ত করে।
-
১৯৪৯ সালে মাও সেতুং নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রণ জানানো হয়; এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধির প্রথম চীন সফর ছিল
-
ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়
-
১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপন সফরে চীন যান
-
১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়
-
১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, এরপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়
-
টেবিল টেনিস খেলাটি ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয় এবং নামটি ১৯২১-২২ সালে গৃহীত হয়
-
প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়; ১৯৩৯ পর্যন্ত খেলায় মধ্য ইউরোপের খেলোয়াড়দের আধিপত্য ছিল
উৎস:

0
Updated: 4 days ago