কিউবান বিপ্লব সংঘটিত হয় বিংশ শতাব্দির-
A
পঞ্চাশের দশকে
B
ষাটের দশকে
C
সত্তরের দশকে
D
আশির দশকে
উত্তরের বিবরণ
কিউবা বিপ্লব হলো ১৯৫৬ থেকে ১৯৫৯ সালের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক আন্দোলন, যা কিউবার মানুষকে স্বৈরতান্ত্রিক শাসক বাতিস্তা এবং মার্কিন প্রভাব থেকে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত হয়।
-
সময়কাল: ১৯৫৬–১৯৫৯
-
প্রধান নেতা: ফিদেল কাস্ত্রো
-
প্রেক্ষাপট: কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে বিদ্রোহ
-
শুরু: ২৫ নভেম্বর, ১৯৫৬; কাস্ত্রো ও বিপ্লবী সহযোগীরা মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালান
-
প্রাথমিক ব্যর্থতা: বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে অভিযান ব্যর্থ হয় এবং কাস্ত্রো কারাবন্দী হন
-
গেরিলা যুদ্ধ: কাস্ত্রো চে গুয়েভারার সঙ্গে মিলে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ও কার্যক্রম বিস্তৃত করেন
-
চে গুয়েভারাকে গ্রেনেড কারখানা, রুটি তৈরির চুল্লি এবং শিক্ষার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন
-
তিন বছর পরে চে গুয়েভারাকে টাইম ম্যাগাজিন আখ্যায়িত করে “কাস্ত্রোর মস্তিষ্ক” বলে
-
-
বিপ্লবী সাফল্য: সংগঠিত বাহিনী আচমকা হামলায় বাতিস্তা সরকারকে পরাজিত করে; সিয়েরা পর্বতমালা ও শহর পেরিয়ে হাভানায় প্রবেশ করে বাতিস্তা সরকার পালায়
-
ফলাফল: কাস্ত্রো জয়ী হন এবং বিপ্লব প্রতিষ্ঠিত হয়; তিনি ১৯৫৯ থেকে ২০০৮ পর্যন্ত কিউবা শাসন করেন
0
Updated: 1 month ago
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
J. Robert Oppenheimer
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Masato Kanda
Rotary International হল একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক অগ্রগামী সংগঠন, যা সমাজ ও পেশাগত নেতৃত্বের উন্নয়নে কাজ করে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি, তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়
লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সমাজ ও পেশাগত কাজে নেতৃত্বদানকারী ব্যক্তিদের একত্র করা
-
Service Above Self – নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে সেবা প্রদান
-
আন্তর্জাতিক সেবা ও মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি এবং নৈতিকতার উন্নয়ন
-
স্থানীয় ও বৈশ্বিক স্তরে সামাজিক পরিবর্তন ও উন্নয়নে অবদান রাখা
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 1 month ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 2 months ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica
0
Updated: 2 months ago