রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত হন না কোন কূটনৈতিক ব্যক্তি ?
A
রাষ্ট্রদূত
B
হাইকমিশনার
C
কূটনৈতিক মন্ত্রী
D
চার্জ দ্য এফেয়ার্স
উত্তরের বিবরণ
Chargé d’Affaires (চার্জ দ্য এফেয়ার্স) হলো কূটনৈতিক মিশনের প্রধান, যারা সাধারণত রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে বা স্বল্পমেয়াদী দায়িত্বে নিয়োজিত থাকেন এবং সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে নয়, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করেন।
-
রাষ্ট্রদূত (Ambassador): সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত এবং কূটনৈতিক মিশনের প্রধান
-
হাইকমিশনার (High Commissioner): কমনওয়েলথ দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূতের সমতুল্য, রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত
-
কূটনৈতিক মন্ত্রী (Minister): রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত, তবে মর্যাদায় রাষ্ট্রদূতের নিচে

0
Updated: 16 hours ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 1 week ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:

0
Updated: 1 week ago
বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
Created: 4 days ago
A
১৯৪৬ সালে
B
১৯৪৫ সালে
C
১৯৪৮ সালে
D
১৯৪৯ সালে
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
বিশ্বব্যাংক :
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি. তে।
এছাড়াও,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD, IDA, IFC, ICSID, MIGA.

0
Updated: 4 days ago
INF চুক্তির মাধ্যমে কোন ধরনের মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল?
Created: 4 days ago
A
ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল
B
আকাশে ব্যবহৃত মিসাইল
C
সমুদ্রে ব্যবহৃত মিসাইল
D
দূরপাল্লার পারমাণবিক মিসাইল
'INF' চুক্তি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়। এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়। চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
-
INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces
-
চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়
-
সমুদ্র ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি
-
চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে, ১ জুন, ১৯৯১ তারিখে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে
-
২০১৮ সালের ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে চুক্তিটি কার্যকরী না থাকে
-
২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে
উৎস:

0
Updated: 4 days ago