রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত হন না কোন কূটনৈতিক ব্যক্তি ?
A
রাষ্ট্রদূত
B
হাইকমিশনার
C
কূটনৈতিক মন্ত্রী
D
চার্জ দ্য এফেয়ার্স
উত্তরের বিবরণ
Chargé d’Affaires (চার্জ দ্য এফেয়ার্স) হলো কূটনৈতিক মিশনের প্রধান, যারা সাধারণত রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে বা স্বল্পমেয়াদী দায়িত্বে নিয়োজিত থাকেন এবং সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে নয়, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করেন।
-
রাষ্ট্রদূত (Ambassador): সরাসরি রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত এবং কূটনৈতিক মিশনের প্রধান
-
হাইকমিশনার (High Commissioner): কমনওয়েলথ দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূতের সমতুল্য, রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত
-
কূটনৈতিক মন্ত্রী (Minister): রাষ্ট্রপ্রধানের কাছে প্রেরিত, তবে মর্যাদায় রাষ্ট্রদূতের নিচে
0
Updated: 1 month ago
জি-৭ এর এশিয়ার সদস্য দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
দক্ষিণ কোরিয়া
B
জাপান
C
চীন
D
ভারত
জি-৭ মূলত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, যেখানে একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
-
প্রকৃতি: শিল্পোন্নত ৭টি দেশের সরকারপ্রধানদের জোট
-
পূর্ববর্তী নাম: G-8
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৬টি)
-
পরবর্তী সদস্যপদ: কানাডা (এক বছর পর যুক্ত হয়)
-
বর্তমান সদস্য রাষ্ট্র: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৭টি)
সম্মেলন সংক্রান্ত তথ্য
-
সর্বশেষ শীর্ষ সম্মেলন: ১৬–১৭ জুন, ২০২৫, আলবার্টা, কানাডা
-
পরবর্তী (৫২তম) শীর্ষ সম্মেলন: ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে
ঐতিহাসিক প্রেক্ষাপট
-
১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়া পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়ে G-7 থেকে G-8 হয়
-
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করলে অন্য সদস্যরা তাকে বহিষ্কার করে
-
এর ফলে সংগঠনটি আবার G-7 নামে পরিচিত হয়
উৎস:
0
Updated: 1 month ago
গোবি মরুভূমি কোন দুইটি দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
ভারত ও নেপাল
B
মঙ্গোলিয়া ও চীন
C
মঙ্গোলিয়া ও রাশিয়া
D
চীন ও পাকিস্তান
গোবি মরুভূমি
-
অবস্থান: এশিয়া, চীনের উত্তর ও উত্তরপূর্ব এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ
-
বিশ্বের অবস্থান: পঞ্চম বৃহত্তম মরুভূমি
-
ধরন: প্রধানত পাথুরে ও খরাময়, বালির চেয়ে কঙ্কর ও পাথরের আধিক্য
-
ভূগঠন: সমতল থেকে কিছুটা উঁচু এবং পার্বত্য এলাকা
-
বিশেষত্ব: এশিয়ার বৃহত্তম মরুভূমি
অন্যান্য বিখ্যাত মরুভূমি ও অবস্থান:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
0
Updated: 2 months ago
ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি?
Created: 2 months ago
A
৬টি
B
১৫টি
C
২২টি
D
১২টি
European Union (EU)
-
প্রতিষ্ঠা ও সদর দপ্তর:
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
-
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৬টি (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস)
-
বর্তমান সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ যোগ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
মুদ্রা ও অর্থনীতি:
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোর প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস: European Union ওয়েবসাইট
0
Updated: 2 months ago