'অরেঞ্জ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
উত্তরের বিবরণ
অরেঞ্জ বিপ্লব হলো ইউক্রেনে সংঘটিত এক ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন, যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছতার দাবিতে অনুষ্ঠিত হয়।
-
স্থান ও বছর: ইউক্রেন, ২০০৪
-
কেন্দ্রবিন্দু: রাজধানী কিয়েভ
-
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতি
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন
0
Updated: 1 month ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
0
Updated: 2 months ago
INTERPOL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।
0
Updated: 2 months ago
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
১টি
B
৩টি
C
২টি
D
৪টি
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়।
-
সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ (আগস্ট, ২০২৫)।
-
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ দুটি: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ন্যাটোর ৩২তম সদস্য পদ লাভ করে।
0
Updated: 1 month ago