'অরেঞ্জ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
উত্তরের বিবরণ
অরেঞ্জ বিপ্লব হলো ইউক্রেনে সংঘটিত এক ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন, যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছতার দাবিতে অনুষ্ঠিত হয়।
-
স্থান ও বছর: ইউক্রেন, ২০০৪
-
কেন্দ্রবিন্দু: রাজধানী কিয়েভ
-
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতি
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন

0
Updated: 16 hours ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 1 week ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 1 week ago
কিউবান বিপ্লব সংঘটিত হয় বিংশ শতাব্দির-
Created: 16 hours ago
A
পঞ্চাশের দশকে
B
ষাটের দশকে
C
সত্তরের দশকে
D
আশির দশকে
কিউবা বিপ্লব হলো ১৯৫৬ থেকে ১৯৫৯ সালের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক আন্দোলন, যা কিউবার মানুষকে স্বৈরতান্ত্রিক শাসক বাতিস্তা এবং মার্কিন প্রভাব থেকে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত হয়।
-
সময়কাল: ১৯৫৬–১৯৫৯
-
প্রধান নেতা: ফিদেল কাস্ত্রো
-
প্রেক্ষাপট: কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে বিদ্রোহ
-
শুরু: ২৫ নভেম্বর, ১৯৫৬; কাস্ত্রো ও বিপ্লবী সহযোগীরা মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালান
-
প্রাথমিক ব্যর্থতা: বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে অভিযান ব্যর্থ হয় এবং কাস্ত্রো কারাবন্দী হন
-
গেরিলা যুদ্ধ: কাস্ত্রো চে গুয়েভারার সঙ্গে মিলে গেরিলা যুদ্ধের পরিকল্পনা ও কার্যক্রম বিস্তৃত করেন
-
চে গুয়েভারাকে গ্রেনেড কারখানা, রুটি তৈরির চুল্লি এবং শিক্ষার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন
-
তিন বছর পরে চে গুয়েভারাকে টাইম ম্যাগাজিন আখ্যায়িত করে “কাস্ত্রোর মস্তিষ্ক” বলে
-
-
বিপ্লবী সাফল্য: সংগঠিত বাহিনী আচমকা হামলায় বাতিস্তা সরকারকে পরাজিত করে; সিয়েরা পর্বতমালা ও শহর পেরিয়ে হাভানায় প্রবেশ করে বাতিস্তা সরকার পালায়
-
ফলাফল: কাস্ত্রো জয়ী হন এবং বিপ্লব প্রতিষ্ঠিত হয়; তিনি ১৯৫৯ থেকে ২০০৮ পর্যন্ত কিউবা শাসন করেন

0
Updated: 16 hours ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 1 month ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago