Track-II ডিপ্লমেসি বলতে কী বোঝায়?
A
সরকারি পর্যায়ে কূটনৈতিক আলোচনা
B
বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
C
গোপন সামরিক চুক্তি
D
বাণিজ্যিক আলোচনার মাধ্যমে কূটনীতি
উত্তরের বিবরণ
Track-II diplomacy হলো বেসরকারি বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ, যা সরকারি পর্যায়ের আলোচনার (Track-I diplomacy) পরিপূরক হিসেবে কাজ করে। এর মাধ্যমে সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠা লক্ষ্য করা হয়।
-
প্রকৃতি: বেসরকারি পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা
-
অংশগ্রহণকারী: বেসরকারি ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অবসরপ্রাপ্ত কূটনীতিক, এবং সিভিল সোসাইটি
-
লক্ষ্য: সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা
-
সম্পর্ক: Track-I diplomacy বা সরকারি পর্যায়ের আলোচনার পরিপূরক
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে কোন খাদ্যশস্যের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
গম
B
ডাল
C
চাল
D
ভোজ্যতেল
বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্য আমদানিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যেখানে চালের আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
-
চলতি অর্থবছরে চালের আমদানি হয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ গুণ বেশি।
-
এর আগের অর্থবছরে চালের আমদানি হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ডলার।
-
গমের আমদানি ২০ শতাংশ কমে ১৬২ কোটি ডলারে নেমেছে।
-
ভোজ্যতেলের আমদানি প্রায় ২৪ শতাংশ বেড়ে ২৭১ কোটি ডলার হয়েছে।
-
ডালের আমদানি ৩৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এ তথ্যের মাধ্যমে দেখা যাচ্ছে, বাংলাদেশে খাদ্যশস্য আমদানির ধারা এবং নির্দিষ্ট পণ্যের চাহিদার ওপর সাম্প্রতিক সময়ে বড় ধরনের প্রভাব পড়েছে।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 months ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
চীন
B
পাকিস্তান
C
ভারত
D
যুক্তরাষ্ট্র
গোবি মরুভূমি (Gobi Desert)
-
অবস্থান:
-
মধ্য এশিয়ায়, মঙ্গোলিয়া ও চীন দেশে বিস্তৃত
-
-
প্রকার: বিশাল মরুভূমি
-
আয়তন: প্রায় ১৩ লক্ষ (১২,৯৫,০০০) বর্গকিমি
উল্লেখযোগ্য অন্যান্য মরুভূমি:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago