Track-II ডিপ্লমেসি বলতে কী বোঝায়?
A
সরকারি পর্যায়ে কূটনৈতিক আলোচনা
B
বেসরকারি পর্যায়ে বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ
C
গোপন সামরিক চুক্তি
D
বাণিজ্যিক আলোচনার মাধ্যমে কূটনীতি
উত্তরের বিবরণ
Track-II diplomacy হলো বেসরকারি বা অনানুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ, যা সরকারি পর্যায়ের আলোচনার (Track-I diplomacy) পরিপূরক হিসেবে কাজ করে। এর মাধ্যমে সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠা লক্ষ্য করা হয়।
-
প্রকৃতি: বেসরকারি পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা
-
অংশগ্রহণকারী: বেসরকারি ব্যক্তি, শিক্ষাবিদ, গবেষক, অবসরপ্রাপ্ত কূটনীতিক, এবং সিভিল সোসাইটি
-
লক্ষ্য: সংঘাত নিরসন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা
-
সম্পর্ক: Track-I diplomacy বা সরকারি পর্যায়ের আলোচনার পরিপূরক

0
Updated: 16 hours ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 4 days ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 4 days ago
’পিরামিড অব দ্য সান’ কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
মেক্সিকো
B
মিশর
C
দক্ষিণ সুদান
D
ব্রাজিল
মেক্সিকোর প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো পিরামিড অব দ্য সান, যা ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বের অন্যতম পরিচিত পিরামিড স্থাপনা।
-
পিরামিড অব দ্য সান: মেক্সিকো সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
-
এটি মহাশক্তিশালী অ্যাজটেক সভ্যতার বৃহত্তম পিরামিড।
-
ধারণা করা হয়, খ্রিস্ট জন্মের প্রায় ১০০ বছর পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
অন্যদিকে,
-
সর্বাধিক পিরামিডের দেশ হলো সুদান।
-
বিশ্বের পিরামিডগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হলো মেক্সিকোর পিরামিড অব দ্য সান এবং পিরামিড অব দ্য মুন, যেগুলো বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে রয়েছে।
-
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড, যা মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত।
উৎস:

0
Updated: 1 week ago
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
Created: 16 hours ago
A
১৯৫১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৮ সালে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে ঘটে, যা শীতল যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়।
-
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে সংঘটিত হয়।
-
সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
-
এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
-
১৬ থেকে ২৮ অক্টোবর, মোট ১৩ দিন ধরে সংকট চলতে থাকে।
-
এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়।

0
Updated: 16 hours ago