ইউরোপীয় ইউনিয়ন (European Union - EU)
-
গঠন: রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (বর্তমানের ইউরোপীয় ইউনিয়ন) গঠিত হয়।
-
প্রাথমিক সদস্য: ৬টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
মুদ্রা ব্যবহার: ২০টি দেশ একক মুদ্রা ইউরো ব্যবহার করছে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
ভিসা সুবিধা: ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
-
মৌলিক চুক্তি: ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়।
-
সংশোধনী চুক্তি: ২০০৭ সালে লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি হিসেবে পরিচিত।
-
প্রসঙ্গীয় ধারা: চুক্তির অনুচ্ছেদ-৫০ অনুযায়ী গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারে।
-
সীমান্তরক্ষী বাহিনী: ফ্রনটেক্স।
সূত্র: