জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিকদের বলা-
A
অ্যাম্বাসেডর
B
হাইকমিশনার
C
রিপ্রেজেন্টেটিভ
D
ক্যাবিনেট
উত্তরের বিবরণ
কূটনৈতিক পদ ও শর্তসমূহ আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ, যা রাষ্ট্রগুলোর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্ক নিয়ন্ত্রণ করে।
-
রাষ্ট্রদূত: এক রাষ্ট্র কর্তৃক অন্য দেশে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনৈতিক কর্মকর্তা।
-
হাইকমিশনার: কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিক।
-
অ্যাম্বাসেডর: জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনৈতিক কর্মকর্তা।
-
চার্জ দ্য অ্যাফেয়ারস: রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।
-
Persona-non-grata: কোনো কূটনীতিককে কোনো কারণ দর্শানো ছাড়াই অবাঞ্ছিত ঘোষণা করা।
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 2 months ago
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
নেপাল
C
ভুটান
D
বাংলাদেশ
২০ আগস্ট থেকে ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ, যা ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চারটি দল: বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপাল।
-
প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
-
রাউন্ড শেষে যারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ২০২৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
-
টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে অংশ নেওয়া রাশিয়া শিরোপা জিতেছিল।
0
Updated: 1 month ago
রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB-এর বর্তমান নাম কী?
Created: 1 month ago
A
FBI
B
CIA
C
FSB
D
ISB
কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের বিদেশী গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ নজরদারি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
-
কেজিবি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-
সোভিয়েত ইউনিয়নে এটি কমিউনিস্ট পার্টির ঢাল হিসেবে কাজ করত।
-
কেজিবির দায়িত্বের মধ্যে ছিল দেশের রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা, সীমান্ত সৈন্যদের তত্ত্বাবধান, এবং জনগণের উপর সাধারণ নজরদারি।
-
কেজিবির বর্তমান নাম হলো Federal Security Service (FSB)।
-
১৯৯৫ সালে রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন কেজিবির নাম পরিবর্তন করে FSB রাখেন।
0
Updated: 1 month ago