'নুরেমবার্গ ট্রায়াল' কীসের সাথে সম্পর্কিত?
A
১ম বিশ্বযুদ্ধ
B
২য় বিশ্বযুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
উপসাগরীয় যুদ্ধ
উত্তরের বিবরণ
নুরেমবার্গ ট্রায়াল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে নাৎসি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। এটি যুদ্ধের পর মানবাধিকারের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে।
-
আয়োজনের স্থান ও সময়: নুরেমবার্গ, জার্মানি; ১৯৪৫-৪৬
-
প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল (IMT) হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং বিচার পরিচালনা করে
-
প্রধান অভিযোগসমূহ:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা ও শুরু করা
২. মানবতার বিরুদ্ধে অপরাধ: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন, গণহত্যা
৩. যুদ্ধাপরাধ: যুদ্ধের আইন লঙ্ঘন
৪. উপরিউক্ত তিনটি অপরাধের সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা -
বিচারাধীনদের সংখ্যা ও প্রফাইল: মোট ২২ জন নাৎসি কর্মকর্তা, যার মধ্যে সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্ভুক্ত
-
বিচারের সূচনা: ১৯৪৫ সালের ২০ নভেম্বর
-
বিচারের উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করা

0
Updated: 16 hours ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 1 month ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
Created: 1 month ago
A
দাক্ষিণাত্য মালভূমি
B
ডেকান মালভূমি
C
আনাতোলিয়া মালভূমি
D
পামীর মালভূমি
পামির মালভূমি
-
অবস্থান: মধ্য এশিয়ার উচ্চভূমি
-
বিশেষণ: "পৃথিবীর ছাদ"
-
কারণ: বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি
-
ভূগোল: হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান পর্বতমালার সংযোগস্থল
-
বিস্তার: প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago
কোয়াড কোন অঞ্চলের জন্য একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে?
Created: 4 days ago
A
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
B
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
C
ভূমধ্যসাগরীয় অঞ্চল
D
লোহিতসাগরীয় অঞ্চল
QUAD হলো Quadrilateral Security Dialogue, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (ভারত-প্রশান্ত মহাসাগর) চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম। এটি গঠিত হয় ২০০৭ সালে এবং এতে ৪টি দেশ অংশগ্রহণ করে: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
-
মূল উদ্দেশ্য:
-
ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা
-
কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা
-
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা
-
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করা
-
-
উল্লেখ্য, ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে
উৎস:

0
Updated: 4 days ago