'নুরেমবার্গ ট্রায়াল' কীসের সাথে সম্পর্কিত?
A
১ম বিশ্বযুদ্ধ
B
২য় বিশ্বযুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
উপসাগরীয় যুদ্ধ
উত্তরের বিবরণ
নুরেমবার্গ ট্রায়াল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে নাৎসি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। এটি যুদ্ধের পর মানবাধিকারের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে।
-
আয়োজনের স্থান ও সময়: নুরেমবার্গ, জার্মানি; ১৯৪৫-৪৬
-
প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল (IMT) হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং বিচার পরিচালনা করে
-
প্রধান অভিযোগসমূহ:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা ও শুরু করা
২. মানবতার বিরুদ্ধে অপরাধ: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন, গণহত্যা
৩. যুদ্ধাপরাধ: যুদ্ধের আইন লঙ্ঘন
৪. উপরিউক্ত তিনটি অপরাধের সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা -
বিচারাধীনদের সংখ্যা ও প্রফাইল: মোট ২২ জন নাৎসি কর্মকর্তা, যার মধ্যে সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্ভুক্ত
-
বিচারের সূচনা: ১৯৪৫ সালের ২০ নভেম্বর
-
বিচারের উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করা
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 1 month ago
ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
0
Updated: 1 month ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 1 month ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।
0
Updated: 1 month ago