A
Proper
B
Common
C
Collective
D
Material
উত্তরের বিবরণ
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

0
Updated: 2 months ago
The correct sentence of the followings-
Created: 1 month ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
A good title for the passage will be_____.
Created: 2 weeks ago
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।

0
Updated: 2 weeks ago
Choose the correct alternative to complete the sentence. 'He _____ to see us if he had been able to.'
Created: 2 months ago
A
would come
B
would have come
C
may have come
D
may come
• উল্লেখিত বাক্যের শূন্যস্থানে - would have come বসবে।
Complete sentence: 'He would have come to see us if he had been able to'.
• Third Conditional এর নিয়মানুযায়ী -
- If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He would have come to see us if he had been able to.

0
Updated: 2 months ago