যুক্তফ্রন্ট ১৯৫৩ সালে গঠিত হয়েছিল এবং এর নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ২১ ফেব্রুয়ারি স্মরণীয় করার লক্ষ্যে যুক্তফ্রন্ট ২১ দফা ইশতেহার প্রকাশ করে। এই কর্মসূচির প্রধান রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ, যা গণমানুষের অধিকারের বিভিন্ন দাবি তুলে ধরেছে।
যুক্তফ্রন্টের ২১ দফা দাবিসমূহ:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর ও মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ।
১৮. ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা ও সরকারি ছুটি নিশ্চিত করা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের শূন্য আসন তিন মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে পূরণ করা।