সংবিধানের কোন অনুচ্ছেদে 'অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ' এর উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ৯৪
B
অনুচ্ছেদ ৯৫
C
অনুচ্ছেদ ৯৬
D
অনুচ্ছেদ ৯৭
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিম্নরূপ:
-
অনুচ্ছেদ ৯০ – নির্দিষ্টকরণ আইন সম্পর্কিত বিধান।
-
অনুচ্ছেদ ৯১ – সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯২ – হিসাব, ঋণ প্রভৃতির ওপর ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩ – অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪ – সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯৫ – বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ৯৬ – বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ।
-
অনুচ্ছেদ ৯৭ – অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া।
-
অনুচ্ছেদ ৯৮ – সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৯ – অবসর গ্রহণের পর বিচারকগণের ক্ষমতা সীমাবদ্ধতা।
-
অনুচ্ছেদ ১০০ – সুপ্রীম কোর্টের আসন সংক্রান্ত বিধান।

0
Updated: 16 hours ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ‘নির্ভরযোগ্য বাংলা পাঠ এবং অনুমোদিত ইংরেজি পাঠের মধ্যে বাংলা পাঠই প্রাধান্য পাবে’?
Created: 5 days ago
A
১৫৩ নং
B
১৫২ নং
C
১৫১ নং
D
১৫০ নং
বাংলাদেশের সংবিধান
-
মোট অনুচ্ছেদ: সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
-
১৫৩ নং অনুচ্ছেদ: সংবিধান প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।
বিস্তারিত:
-
১৫৩ (১): সংবিধানকে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান” বলা হবে এবং এটি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এই প্রক্রিয়াকেই সংবিধানে “সংবিধান-প্রবর্তন” বলা হয়েছে।
-
১৫৩ (২): সংবিধানের বাংলা একটি নির্ভরযোগ্য পাঠ এবং ইংরেজীতে একটি অনুমোদিত অনুবাদ পাঠ থাকবে। উভয় পাঠ নির্ভরযোগ্য হিসেবে গণপরিষদের স্পীকার সার্টিফিকেট প্রদান করবেন।
-
১৫৩ (৩): এই অনুচ্ছেদের (২) অনুযায়ী সার্টিফিকেটকৃত পাঠই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। তবে বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পাবে।

0
Updated: 5 days ago
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সংবিধানের কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 1 month ago
A
২৭নং অনুচ্ছেদ
B
২৫নং অনুচ্ছেদ
C
২৯নং অনুচ্ছেদ
D
২৬নং অনুচ্ছেদ
সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ – আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
-
বাংলাদেশের রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায়:
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে,
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করবে,
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে, এবং
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা দেখাবে।
-
-
রাষ্ট্র এই নীতিগুলোর ভিত্তিতে:
-
আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালাবে,
-
প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের স্বাধীন অধিকার সমর্থন করবে, এবং
-
সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন জানাবে।
-
অন্যদিকে:
-
২৭ নং অনুচ্ছেদ – আইনের দৃষ্টিতে সমতা
-
২৯ নং অনুচ্ছেদ – সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা
-
২৬ নং অনুচ্ছেদ – মৌলিক অধিকারের সঙ্গে অসমঞ্জস আইন বাতিল
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 week ago
A
৮১
B
৮৫
C
৮৭
D
৮৮
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে উল্লেখ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৮৭-তে বর্ণিত। এই অনুচ্ছেদে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের নিয়ম ও কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অনুচ্ছেদ ৮৭ (১): প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়ের বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। এই বিবরণীকে “বার্ষিক আর্থিক বিবৃতি” বলা হয়।
-
অনুচ্ছেদ ৮৭ (২): এই বিবৃতিতে দুটি বিষয় আলাদাভাবে প্রদর্শিত হবে—
-
(ক) সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের দায় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ।
-
(খ) সংযুক্ত তহবিল থেকে ব্যয়যোগ্য অন্যান্য প্রস্তাবিত খাত নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ।
-
-
রাজস্ব খাতের ব্যয় অন্যান্য ব্যয় থেকে পৃথকভাবে প্রদর্শন করার নির্দেশনা রয়েছে।

0
Updated: 1 week ago