সংবিধানের কোন অনুচ্ছেদে 'অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ' এর উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ৯৪
B
অনুচ্ছেদ ৯৫
C
অনুচ্ছেদ ৯৬
D
অনুচ্ছেদ ৯৭
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিম্নরূপ:
-
অনুচ্ছেদ ৯০ – নির্দিষ্টকরণ আইন সম্পর্কিত বিধান।
-
অনুচ্ছেদ ৯১ – সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯২ – হিসাব, ঋণ প্রভৃতির ওপর ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩ – অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪ – সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান।
-
অনুচ্ছেদ ৯৫ – বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ৯৬ – বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ।
-
অনুচ্ছেদ ৯৭ – অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া।
-
অনুচ্ছেদ ৯৮ – সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৯ – অবসর গ্রহণের পর বিচারকগণের ক্ষমতা সীমাবদ্ধতা।
-
অনুচ্ছেদ ১০০ – সুপ্রীম কোর্টের আসন সংক্রান্ত বিধান।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতা‘ বিষয়টি উল্লেখ আছে?
Created: 1 month ago
A
৩৪নং অনুচ্ছেদে
B
৩৭ নং অনুচ্ছেদে
C
৩৫ নং অনুচ্ছেদে
D
৩৬ নং অনুচ্ছেদে
সংবিধান: নাগরিক স্বাধীনতা
-
৩৬ নং অনুচ্ছেদ: চলাফেরার স্বাধীনতা
-
৩৭ নং অনুচ্ছেদ: সমাবেশে স্বাধীনতা
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৩৯ নং অনুচ্ছেদ: চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক্ স্বাধীনতা
0
Updated: 1 month ago
অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন?
Created: 2 months ago
A
রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী
B
৫ বছর
C
৪ বছর
D
১০ বছর
অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ ও মেয়াদ
-
নিয়োগের মেয়াদ রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্ধারিত হয়।
-
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪(৪) অনুযায়ী, অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকবেন তা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী নির্ধারিত হয়।
-
অর্থাৎ, অ্যাটর্নি-জেনারেলের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ নেই; তিনি যতক্ষণ রাষ্ট্রপতি চান, ততদিন দায়িত্ব পালন করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন বা নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।
-
এই বিধান অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব ও পদাবধিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন রাখে।
-
তাই, অ্যাটর্নি-জেনারেল কার্যত রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে বহাল থাকেন এবং পারিশ্রমিকও রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয়।
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, যা সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
সংবিধানের মৌলিক অধিকার: ৩য় ভাগে বিস্তারিতভাবে উল্লেখিত।
-
সংবিধানের ভাগ বা অধ্যায়গুলো:
১. প্রথম ভাগ: প্রজাতন্ত্র
২. দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
৪. চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
৫. পঞ্চম ভাগ: আইনসভা
৬. ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
৭. সপ্তম ভাগ: নির্বাচন
৮. অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১০. দশম ভাগ: সংবিধান-সংশোধন
১১. একাদশ ভাগ: বিবিধ
0
Updated: 1 month ago