জেসমিন বিপ্লব সংঘটিত হয়-
A
ইউক্রেন
B
রাশিয়া
C
তিউনিসিয়ায়
D
লিবিয়া
উত্তরের বিবরণ
তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয়, যা আরব বসন্তের অংশ হিসেবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ সুগম করে। এই বিপ্লবের নামকরণ তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে নেওয়া হয়েছে।
-
বিপ্লবের স্থান ও সময়: তিউনিসিয়া, ২০১১
-
প্রেক্ষাপট: আরব বসন্তের প্রভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন
-
নামকরণ: তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে, তাই “জেসমিন বিপ্লব”
-
উদ্দেশ্য: দেশের স্বৈরতান্ত্রিক শাসন ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে গণআন্দোলন
0
Updated: 1 month ago
ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭৩ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৮০ সালে
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB)
-
পূর্ণরূপ: Islamic Development Bank
-
প্রতিষ্ঠা:
-
সিদ্ধান্ত: ১৯৭৩, জেদ্দা, সৌদি আরব (মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন)
-
কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫
-
-
প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব
-
সদস্য দেশ সংখ্যা: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser
-
বাংলাদেশের যোগদান: ১২ আগস্ট, ১৯৭৪; কার্যক্রম শুরু: ১৯৮৩
-
বৈশিষ্ট্য:
-
বিনা সুদে ঋণ প্রদান
-
আর্থ-সামাজিক উন্নয়ন সহায়তা
-
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে কার্যক্রম
-
-
উল্লেখ্য:
-
ওআইসি সদস্য দেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে IsDB সদস্য
-
বাংলাদেশও ওআইসি সদস্য হওয়ায় IsDB-এর অংশ
-
উৎস: IDB ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নিম্নোক্ত কোন দার্শনিক বয়োজ্যেষ্ঠ হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
সক্রেটিস
B
এরিস্টটল
C
আলেকজান্ডার
D
প্লেটো
গ্রিক দার্শনিকদের মধ্যে সক্রেটিস সবচেয়ে প্রখ্যাত একজন। তিনি দর্শনের ক্ষেত্রে মৌলিক চিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার শিক্ষার ধারাবাহিকতা তার শিষ্যদের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়।
-
সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।
-
তার শিষ্য ছিলেন প্লেটো, যিনি দর্শন ও আদর্শবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
-
প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন।
-
এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার, যিনি শিক্ষা ও রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
-
এই ধারাবাহিকতা দেখায় যে প্রত্যেকে গ্রিক দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
0
Updated: 1 month ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 2 months ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:
0
Updated: 2 months ago