'AUKUS' জোটের সদস্যদেশ কোনগুলো?
A
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
B
রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
D
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
AUKUS হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
-
চুক্তির অংশগ্রহণকারী দেশ: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি
-
কার্যকর হওয়ার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২১
-
মূল সুবিধা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে

0
Updated: 16 hours ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 1 month ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি?
Created: 2 days ago
A
কার্টাগেনা প্রটোকল
B
কিয়েটো প্রটোকল
C
বাসেল কনভেনশন
D
নাগোয়া প্রটোকল
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol) হলো জৈব-নিরাপত্তা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা Convention on Biological Diversity-এর অধীনে প্রণীত হয়েছে।
কার্টাগেনা প্রটোকল সম্পর্কে তথ্য:
-
পূর্ণনাম: The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
আলোচনার স্থান: কলম্বিয়ার কার্টাগেনা
-
চুক্তি অনুমোদিত: ২৯ জানুয়ারি, ২০০০
-
চুক্তি কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
উল্লেখযোগ্য অন্যান্য প্রটোকলসমূহ:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ।
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কিত।

0
Updated: 20 hours ago
'নানকিং চুক্তি' কোন যুদ্ধের সাথে জড়িত?
Created: 16 hours ago
A
আফিম যুদ্ধ
B
কোরিয় যুদ্ধ
C
বসনিয়া যুদ্ধ
D
বক্সারের যুদ্ধ
আফিম যুদ্ধ ছিল চীনের সঙ্গে ব্রিটেনের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা মূলত আফিমের চোরাচালান ও ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে চীনা শাসকগোষ্ঠী পরাজিত হয় এবং ব্রিটিশদের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
আফিম যুদ্ধ:
-
ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায় ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে আফিম রপ্তানি শুরু করে।
-
১৮৩৯ সালে চীনা শাসকগোষ্ঠী আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
-
কোম্পানি অবৈধভাবে আফিম ব্যবসা চালিয়ে যাওয়ায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
প্রথম আফিম যুদ্ধে চীনা পক্ষ পরাজিত হয়।
-
-
নানকিং চুক্তি (১৮৪২):
-
চীনা শাসকগোষ্ঠী ব্রিটিশদের সঙ্গে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তি প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।
-
চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকং নিয়ন্ত্রণ প্রদান করা হয়।
-

0
Updated: 16 hours ago