'AUKUS' জোটের সদস্যদেশ কোনগুলো?
A
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
B
রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
D
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
AUKUS হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
-
চুক্তির অংশগ্রহণকারী দেশ: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি
-
কার্যকর হওয়ার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২১
-
মূল সুবিধা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে
0
Updated: 1 month ago
"২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে"- এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?টার্গেট ১.১
Created: 5 days ago
A
টার্গেট ১.১
B
টার্গেট ১.২
C
টার্গেট ১.৩
D
টার্গেট ১.৪
২০১৫ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Sustainable Development Goals (SDG) 2030 গৃহীত হয়। এসডিজি'র মূলমন্ত্র হচ্ছে 'কাউকে পশ্চাতে রেখে নয়' (Leave no one behind) ১৭টি লক্ষ্য, ১৬৯টি বৈশ্বিক লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সুচক রয়েছে। ১লা জানুয়ারি ২০১৬ সালে SDG কার্যকর হয়।
0
Updated: 5 days ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 2 months ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:
0
Updated: 2 months ago
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
Created: 2 months ago
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট
0
Updated: 2 months ago