হিরোশিমা নগরীতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
A
৩ আগস্ট, ১৯৪৫
B
৬ আগস্ট, ১৯৪৫
C
৯ আগস্ট, ১৯৪৫
D
১১ আগস্ট, ১৯৪৫
উত্তরের বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে যুদ্ধ দ্রুত সমাপ্ত করার চেষ্টা করে।
-
৬ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
৯ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
উভয় বোমা নিক্ষেপের নির্দেশদাতা: মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

0
Updated: 16 hours ago
'UNWTO' জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
Created: 2 days ago
A
২০০০ সালে
B
২০০৩ সালে
C
২০০৬ সালে
D
২০০৮ সালে
UNWTO (United Nations World Tourism Organization) হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশেষ সংস্থা।
UNWTO সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে, সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা প্রাপ্ত: ২০০৩ সালে
-
বর্তমান সদস্য: ১৬০টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)
-
কার্যক্রম: পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করা
-
বিশেষ দিন: বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর

0
Updated: 20 hours ago
সর্বপ্রথম ওপেকের সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
Created: 4 days ago
A
কারাকাস, ভেনেজুয়েলা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
বাগদাদ, ইরাক
D
তেহরান, ইরান
ওপেক একটি আন্তর্জাতিক জোট, যেখানে তেল রপ্তানিকারক দেশগুলো একত্র হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের স্বার্থ রক্ষা ও নীতি সমন্বয়ের জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries (OPEC)
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: বাগদাদ কনফারেন্সের মাধ্যমে
-
প্রতিষ্ঠার প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর, ১৯৬০
-
প্রতিষ্ঠাস্থল: বাগদাদ, ইরাক
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা (মোট ৫টি)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল)
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
অতিরিক্ত তথ্য হিসেবে,
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; জানুয়ারি ২০১৬-তে পুনরায় সক্রিয় করে, তবে নভেম্বরে আবার স্থগিত করে
উৎস:

0
Updated: 4 days ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 16 hours ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)

0
Updated: 16 hours ago