হিরোশিমা নগরীতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
A
৩ আগস্ট, ১৯৪৫
B
৬ আগস্ট, ১৯৪৫
C
৯ আগস্ট, ১৯৪৫
D
১১ আগস্ট, ১৯৪৫
উত্তরের বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে যুদ্ধ দ্রুত সমাপ্ত করার চেষ্টা করে।
-
৬ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
৯ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
উভয় বোমা নিক্ষেপের নির্দেশদাতা: মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
0
Updated: 1 month ago
'ফার্ক' কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
পেরু
C
জাপান
D
কম্বোডিয়া
ফার্ক (FARC) হলো কলম্বিয়ার একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন, যা রাজনৈতিক ও সামরিক কার্যক্রমে সক্রিয়।
-
পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia
-
প্রতিষ্ঠা: ১৯৬৪, কলম্বিয়ার কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: ম্যানুয়েল মারুলেন্দা
-
নৈতিক ও রাজনৈতিক আদর্শ: মার্কসবাদী
0
Updated: 1 month ago
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Created: 2 months ago
A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
’কিতাবুল ইবার’ বিখ্যাত গ্রন্থটি কার রচিত?
Created: 1 month ago
A
ইবনে বতূতা
B
ইবনে খালদুন
C
আল ফারাবী
D
আল খারাজী
ইবনে খাল্দুন ছিলেন মধ্যযুগের একজন খ্যাতনামা আরব ইতিহাসবিদ ও চিন্তাবিদ, যিনি সমাজবিজ্ঞান ও ইতিহাসচর্চায় নতুন ধারা প্রবর্তন করেছিলেন।
-
জন্ম: ২৭ মে, ১৩৩২ খ্রিস্টাব্দ; স্থান – তিউনিস (বর্তমান তিউনিসিয়া)।
-
মৃত্যু: ১৭ মার্চ, ১৪০৬ খ্রিস্টাব্দ; স্থান – কায়রো (মিশর)।
-
তিনি ইতিহাসের প্রথম অ-ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
-
তাঁর সর্বাধিক সাফল্যমণ্ডিত রচনা হলো Muqaddimah (আল-মুকাদ্দিমাহ), যা সমাজবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস বিশ্লেষণে অগ্রগণ্য অবদান রেখেছে।
-
তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো কিতাবুল ইবার।
উৎস:
0
Updated: 1 month ago