বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
উত্তরের বিবরণ
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
0
Updated: 1 month ago
জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি?
Created: 1 month ago
A
কার্টাগেনা প্রটোকল
B
কিয়েটো প্রটোকল
C
বাসেল কনভেনশন
D
নাগোয়া প্রটোকল
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol) হলো জৈব-নিরাপত্তা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা Convention on Biological Diversity-এর অধীনে প্রণীত হয়েছে।
কার্টাগেনা প্রটোকল সম্পর্কে তথ্য:
-
পূর্ণনাম: The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
আলোচনার স্থান: কলম্বিয়ার কার্টাগেনা
-
চুক্তি অনুমোদিত: ২৯ জানুয়ারি, ২০০০
-
চুক্তি কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
উল্লেখযোগ্য অন্যান্য প্রটোকলসমূহ:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ।
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কিত।
0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।
0
Updated: 1 month ago
'আইজেনহাওয়ার মতবাদ' কীসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
ইউরোপ
B
মধ্যপ্রাচ্য
C
দক্ষিণ পূর্ব এশিয়া
D
আফ্রিকা
আইজেনহাওয়ার মতবাদ হলো ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার দ্বারা ঘোষিত একটি নীতি, যা মধ্যপ্রাচ্যে কমিউনিজম ও সোভিয়েত প্রভাব প্রতিরোধের লক্ষ্যে প্রণীত হয়।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
মূল লক্ষ্য: মধ্যপ্রাচ্যে কমিউনিজমের বিস্তার রোধ ও সোভিয়েত প্রভাব প্রতিরোধ
-
সাহায্য: যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করবে
-
প্রসঙ্গ: শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ
0
Updated: 1 month ago