মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাটি কোন দেশে?
A
কুয়েত
B
কাতার
C
সৌদি আরব
D
সিরিয়া
উত্তরের বিবরণ
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে বড় ঘাঁটি হলো Al Udeid Air Base, যা কাতারে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর জন্য একটি কেন্দ্রীয় কার্যক্রম হাব হিসেবে কাজ করে।
-
অবস্থান: কাতার
-
মূল ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর প্রধান ঘাঁটি; পারস্য উপসাগর অঞ্চলে কার্যক্রমের কেন্দ্র
-
সুবিধাসমূহ: বিমান, রাডার, লজিস্টিক সহায়তা এবং কৌশলগত কমান্ড সুবিধা
-
ব্যবহার: ইরাক ও আফগানিস্তান অভিযানে, এবং সিরিয়া-ইরাক অঞ্চলের ড্রোন ও বিমান কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে ব্যবহৃত

0
Updated: 16 hours ago
OPCW’ এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Organization for The preservation of weather
B
Organization for the Prohibition of Chemical Weapons
C
Organization for protection of Chemical Weapons
D
Organization for the Prohibition of Cost Wealth
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠা: ২৯ এপ্রিল, ১৯৯৭
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড
-
সমর্থনকারী দেশ: ১৯৩ টি
-
অ-স্বাক্ষরকারী: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
বিশেষ তথ্য: ইসরাইল স্বাক্ষর করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়।
-
অর্জন: ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 4 weeks ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)

0
Updated: 4 weeks ago
দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানীর নাম কী?
Created: 1 month ago
A
ব্লুমফন্টেইন
B
জোহানেসবার্গ
C
প্রিটোরিয়া
D
কেপ টাউন
দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তথ্য
-
আইনসভা ও সংসদ:
-
দক্ষিণ আফ্রিকার আইনসভা ২ কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
আইনসভার নাম: পার্লামেন্ট
-
উচ্চকক্ষ: National Council
-
নিম্নকক্ষ: National Assembly
-
-
-
রাজধানী:
দক্ষিণ আফ্রিকার ৩টি রাজধানী রয়েছে:-
নির্বাহী রাজধানী: প্রিটোরিয়া
-
সংসদীয় রাজধানী: কেপ টাউন
-
বিচার বিভাগীয় রাজধানী: ব্লুমফন্টেইন
-
-
রাষ্ট্রের নাম ও মুদ্রা:
-
প্রশাসনিক নাম: Republic of South Africa
-
মুদ্রা: র্যান্ড
-

0
Updated: 1 month ago