যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তালেবানদের মধ্যে কত সালে দ্বিতীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
A
২০১৮ সালে
B
২০১৯ সালে
C
২০২০ সালে
D
২০২১ সালে
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি আফগানিস্তানে দীর্ঘদিন চলা সংঘাতের অবসান ঘটায় এবং সৈন্য প্রত্যাহারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে।
-
আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যুদ্ধের সমাধান করার জন্য দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
তারিখ ও স্থান: ২৯ ফেব্রুয়ারি, ২০২০; কাতারের রাজধানী দোহা।
-
চুক্তি অনুযায়ী, যদি তালেবান শর্তাবলী মেনে চলে, ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
-
চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যবাহিনী তুলে নেয়।
-
চুক্তি স্বাক্ষরের আগে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
0
Updated: 1 month ago
২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
অস্কার পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ২ মার্চ। এটি অস্কারের ৯৭তম আসর।
প্রধান বিজয়ী তালিকা:
-
সেরা সিনেমা: আনোরা
-
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
-
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
-
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
-
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
-
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
-
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
-
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
-
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
-
সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
-
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
-
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
-
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
0
Updated: 1 month ago
TPNW-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Treaty on the Protection of Nuclear Weapons
B
Treaty on the Prohibition of Nuclear Weapons
C
Treaty on the Promotion of Nuclear Weapons
D
Treaty on the Prevention of Nuclear War
TPNW হলো The Treaty on the Prohibition of Nuclear Weapons, যা একটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। চুক্তিটি যেকোনো পারমাণবিক অস্ত্র কার্যক্রমে অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত: পারমাণবিক অস্ত্রের উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া।
-
পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই চুক্তিটি গৃহীত হয়
-
ভোটে চুক্তির পক্ষে: ১২২টি দেশ
-
ভোটে বিপক্ষে: ১টি দেশ (নেদারল্যান্ডস)
-
-
স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হয়: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৯৪টি
-
বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে
উৎস:
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago