যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তালেবানদের মধ্যে কত সালে দ্বিতীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
A
২০১৮ সালে
B
২০১৯ সালে
C
২০২০ সালে
D
২০২১ সালে
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি আফগানিস্তানে দীর্ঘদিন চলা সংঘাতের অবসান ঘটায় এবং সৈন্য প্রত্যাহারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে।
-
আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যুদ্ধের সমাধান করার জন্য দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
তারিখ ও স্থান: ২৯ ফেব্রুয়ারি, ২০২০; কাতারের রাজধানী দোহা।
-
চুক্তি অনুযায়ী, যদি তালেবান শর্তাবলী মেনে চলে, ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
-
চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যবাহিনী তুলে নেয়।
-
চুক্তি স্বাক্ষরের আগে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

0
Updated: 16 hours ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 1 month ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
সুদান
B
মিশর
C
জর্ডান
D
লিবিয়া
সুয়েজ খাল সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
সিনাই উপদ্বীপ, মিশর
-
-
খনন ও উদ্বোধন:
-
খনন কাজ শুরু: ১৮৫৯
-
আনুষ্ঠানিকভাবে খোলা: ১৮৬৯
-
-
দৈর্ঘ্য:
-
১৯৩ কিমি
-
-
জাতীয়করণ:
-
মিশর কর্তৃক ১৯৫৬ সালে জাতীয়করণ
-
-
সংশ্লেষণ ও পৃথককরণ:
-
সংযুক্ত করেছে: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
-
পৃথক করেছে: এশিয়া ও আফ্রিকা মহাদেশ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
লিবিয়ার রাজধানীর নাম কী?
Created: 1 month ago
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago