'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
ইরান
D
জার্মানি
উত্তরের বিবরণ
মোসাদ হলো ইসরায়েলের প্রধান জাতীয় গোয়েন্দা সংস্থা, যা তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থার মধ্যে গণ্য।
-
গঠন: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেন গুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল
-
মূল কার্যক্রম: তথ্য সংগ্রহ, গোপন অভিযান, সন্ত্রাসবাদ দমন
-
প্রশাসনিক কাঠামো: এর পরিচালক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বিশ্বে স্থান: বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম
0
Updated: 1 month ago
ABM Treaty কবে বাতিল হয়?
Created: 1 month ago
A
১৩ ডিসেম্বর, ২০০১
B
১৩ ডিসেম্বর, ২০০২
C
১৩ জুন, ২০০১
D
১৩ জুন, ২০০২
ABM Treaty হলো Anti Ballistic Missile Treaty, যা একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং চুক্তির অন্য নাম হলো Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ এবং কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২, স্বাক্ষরের স্থান ছিল মস্কো, রাশিয়া। চুক্তির মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ, এবং এটি পরে ১৩ জুন, ২০০২-এ বাতিল করা হয়।
-
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর, ২০০১-এ চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং এটি ৬ মাস পরে জুন, ২০০২-এ কার্যকর হয়।
উৎস:
0
Updated: 1 month ago
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) কত সালে কার্যকর হয়?
Created: 1 month ago
A
১৯৯৬ সাাল
B
১৯৯৭ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯১ সালে
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে প্যারিসে।
-
চুক্তি কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭।
-
CWC হলো প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে।
-
উল্লেখযোগ্য: রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর প্রথম আন্তর্জাতিক সীমাবদ্ধতা চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৭৫ সালে, ফ্রান্স ও জার্মানির মধ্যে স্ট্রাসবার্গে, যেখানে বিষযুক্ত বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।
0
Updated: 1 month ago
ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago