কোনটি পেরুর গেরিলা সংগঠন?
A
গডস আর্মি
B
শাইনিং পাথ
C
এম -১৯
D
জে কে এল এফ
উত্তরের বিবরণ
শাইনিং পাথ হলো পেরুর একটি সশস্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন, যা কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজনৈতিক ও সামরিক দিক থেকে পেরুর সরকারি ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় ছিল।
-
শাইনিং পাথ:
-
প্রতিষ্ঠিত: ১৯৭০
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
ভূমিকা: পেরুর কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে সক্রিয়
-
বর্তমান: কর্মকাণ্ড বর্তমানে স্তিমিত
-
-
অন্যান্য গেরিলা সংগঠন:
-
M-19: কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন
-
JKLF (Jammu-Kashmir Liberation Front): ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন
-
গডস আর্মি: মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন
-

0
Updated: 16 hours ago
D-8-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 4 days ago
A
ঢাকা, বাংলাদেশ
B
ইসলামাবাদ, পাকিস্তান
C
কুয়ালালামপুর, মালয়েশিয়া
D
ইস্তাম্বুল, তুরস্ক
Developing Eight (D-8) হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠান ঘোষণা: ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৯টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান
-
সাম্প্রতিক কার্যক্রম
-
১৯-২১ জুলাই, ২০২৫: আজারবাইজান, শুশা শহরে অনুষ্ঠিত তৃতীয় শুশা গ্লোবাল মিডিয়া ফোরাম-এ D-8 অংশগ্রহণ করে, যেখানে সদস্য দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের বিষয় আলোচনা করে
উৎস:

0
Updated: 4 days ago
বিশ্ব বিখ্যাত গ্রন্থগার ’লাইব্রেরী অব কংগ্রেস’ কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
অস্ট্রেলিয়া
লাইব্রেরী অব কংগ্রেস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার, যা গবেষণা ও তথ্য সংগ্রহের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠা: ২৪ এপ্রিল ১৮০০; প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের অধীনে কংগ্রেসের গবেষণা গ্রন্থাগার হিসেবে
-
অবস্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ লাইব্রেরী:
-
দ্যা ব্রিটিশ লাইব্রেরি: লন্ডন, যুক্তরাজ্য
-
লাইব্রেরি অব কংগ্রেস: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
একাডেমি অব সায়েন্স: রাশিয়া
-
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার: মিসর
উৎস:

0
Updated: 1 week ago
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
Created: 1 month ago
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 1 month ago