কোন চুক্তির মাধ্যমে ইউরোপের ত্রিশ বছরের যুদ্ধের অবসান হয়?
A
ডেটন চুক্তি
B
ওয়েস্টফেলিয়া চুক্তি
C
প্যারিস চুক্তি
D
লুজান চুক্তি
উত্তরের বিবরণ
ওয়েস্টফেলিয়া চুক্তি ছিল ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যা ত্রিশ বছরের বিধ্বংসী ধর্মযুদ্ধের অবসান ঘটিয়ে আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করে।
-
ত্রিশ বছরব্যাপী যুদ্ধের পর ১৬৪৮ সালে ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরা ওয়েস্টফেলিয়ায় মিলিত হয়ে দুটি শান্তিচুক্তি স্বাক্ষর করে।
-
২৪ অক্টোবর, ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে দীর্ঘ ধর্মীয় সংঘাতের অবসান ঘটে।
-
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
এই চুক্তি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে নেয়।
-
চুক্তির মাধ্যমে নির্ধারিত ভূখণ্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত কার্যকর ছিল।
অন্যদিকে:
-
বসনিয়া সংকট সমাধানের জন্য ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
-
লুজান চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি।
-
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত চারটি চুক্তিকে একত্রে প্যারিস চুক্তি (Peace of Paris) বলা হয়।

0
Updated: 16 hours ago
যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
Created: 4 days ago
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:

0
Updated: 4 days ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 5 days ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 5 days ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 4 weeks ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago