১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর
করেন, যা পরে ‘মুজিব-ইন্দিরা
চুক্তি’ নামে পরিচিত হয়। এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৪ সালের ২৩ নভেম্বর
বাংলাদেশ সংবিধানের তৃতীয় সংশোধনী আনা হয়। তবে ভারত তখন নিজ সংবিধানে সংশোধনী না
আনার কারণে চুক্তিটি ৪১ বছর ধরে অনির্বাহিত থাকে। পরে ২০১১ সালের ৬ ডিসেম্বর, ঢাকায় ভারতের
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে চুক্তি বাস্তবায়নের প্রটোকল স্বাক্ষরিত
হয়। পরবর্তীতে ৭ মে ২০১৫ সালে ভারতের মন্ত্রিসভা ১০০তম সংবিধান সংশোধনী বিল
অনুমোদন দেয়। এর ফলে ১ আগস্ট ২০১৫ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়
চুক্তি কার্যকর হয়। এই চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশকে দেয় ১১১টি ছিটমহল (আয়তন: ১৭,১৬০.৬৩ একর) এবং বাংলাদেশ
ভারতকে দেয় ৫১টি ছিটমহল (আয়তন: ৭,১১০.০২ একর)।