কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
উত্তরের বিবরণ
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
Created: 4 days ago
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) সরকারকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে, গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ ও সংসদ সদস্যরা ১১ এপ্রিল ২০২১ সালে গঠন করেন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (National Unity Government - NUG), যা বর্তমানে নির্বাসিত সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। এই সরকারের মূল লক্ষ্য হলো সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। নিরাপত্তাজনিত কারণে সরকারের কার্যক্রম অনলাইনে বা ভার্চুয়ালভাবে পরিচালিত হয়।
0
Updated: 4 days ago
জেনেভা কনভেনশনে কতটি চুক্তি রয়েছে?
Created: 1 month ago
A
৭টি
B
৩টি
C
৪টি
D
২টি
জেনেভা কনভেনশন
-
সংজ্ঞা: আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে।
-
স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
-
গঠন: ৪টি চুক্তি (কনভেনশন) ও ৩টি প্রটোকল। একে সাধারণত চারটি রেডক্রস কনভেনশন বলা হয়।
চারটি কনভেনশন:
-
প্রথম কনভেনশন: আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা।
-
দ্বিতীয় কনভেনশন: সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; ১৯০৭ সালের ‘হেগ চুক্তি’ সংশোধন।
-
তৃতীয় কনভেনশন: যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
-
চতুর্থ কনভেনশন: সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
উদ্দেশ্য: যুদ্ধকালীন সকল পক্ষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং হতাহতের পরিমাণ হ্রাস করা।
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
Created: 1 month ago
A
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
স্প্রাটলী দ্বীপপুঞ্জ
D
বোর্নিও দ্বীপপুঞ্জ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল, যা কয়েক শত ছোট দ্বীপসহ মূলত দুটি বড় দ্বীপ—ইস্ট ফকল্যান্ড ও ওয়েস্ট ফকল্যান্ড—দ্বারা গঠিত।
-
মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার
-
মালিকানা বিরোধ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
-
১৯৮২ সালের ২ এপ্রিল, আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
-
এর প্রেক্ষিতে ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়।
-
১০ সপ্তাহ পর, স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
-
ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে।
0
Updated: 1 month ago