কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
উত্তরের বিবরণ
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago
ইংল্যান্ডের 'গৌরবময় বিপ্লব' (Glorious Revolution) এর ফলাফল কী ছিল?
Created: 1 month ago
A
ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা
B
রাজতন্ত্রের বিলুপ্তি
C
সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা
D
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ
গৌরবময় বিপ্লব (Glorious Revolution) ১৬৮৮ সালে ইংল্যান্ডে ঘটে, যার ফলে রজা দ্বিতীয় জেমসের পতন হয় এবং উইলিয়াম ও মেরি সিংহাসনে বসেন। এই বিপ্লবের ফলে সংসদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
গৌরবময় বিপ্লব:
-
এটি ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন।
-
১৬৮৮ সালে রাজা দ্বিতীয় জেমসের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কারণে উইলিয়াম অব অরেঞ্জকে সিংহাসনে আহ্বান করা হয়। বিপ্লবটি রক্তপাতহীনভাবে সম্পন্ন হওয়ায় একে ‘গৌরবময়’ বলা হয়।
-
উইলিয়াম ও মেরির অভিষেকের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং ক্যাথলিক প্রভাব কমে যায়।
-
১৬৮৯ সালে গৃহীত Bill of Rights রাজতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধ করে এবং সংসদের অধিকার সুনিশ্চিত করে।
-
এর ফলে সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি রচিত হয়, গণতান্ত্রিক ধারার প্রসার ঘটে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন সমাজে প্রতিষ্ঠা পায়।
0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।
0
Updated: 1 month ago
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
Created: 2 months ago
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 2 months ago