ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রেখা কোন দুই দেশের মধ্যে?
Created: 2 months ago
A
পর্তুগাল ও স্পেন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
ভারত ও চীন
D
চীন ও রাশিয়া
0
Updated: 2 months ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে-
Created: 1 month ago
A
WHO
B
ILO
C
FAO
D
WMO
আইএলও (ILO) – International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে, ভার্সাই চুক্তির পর।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
সদস্য রাষ্ট্র: ১৮৭টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক: ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো) – ২০২২ থেকে দায়িত্বে, প্রথম আফ্রিকান।
-
পুরস্কার: ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
মূল লক্ষ্য: আন্তর্জাতিক শ্রমনীতি ও কর্মসংস্থানের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা।
0
Updated: 1 month ago