ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।

0
Updated: 16 hours ago
বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
Created: 2 days ago
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
বাসেল কনভেনশন হলো বিপদজনক বর্জ্যের দেশান্তর সীমান্ত চলাচল এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
বাসেল কনভেনশন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৯, সুইজারল্যান্ডের বাসেল শহরে
-
কার্যক্রম শুরু: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশকে অনুমোদন: ১৯৯৩

0
Updated: 20 hours ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 2 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

0
Updated: 2 weeks ago
'UNWTO' জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
Created: 2 days ago
A
২০০০ সালে
B
২০০৩ সালে
C
২০০৬ সালে
D
২০০৮ সালে
UNWTO (United Nations World Tourism Organization) হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশেষ সংস্থা।
UNWTO সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে, সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা প্রাপ্ত: ২০০৩ সালে
-
বর্তমান সদস্য: ১৬০টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)
-
কার্যক্রম: পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করা
-
বিশেষ দিন: বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর

0
Updated: 20 hours ago