ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
উত্তরের বিবরণ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

0
Updated: 16 hours ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'বাসেল কনভেনশন' কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 2 weeks ago
A
সমুদ্রতলদেশে প্রাণী সংরক্ষণ
B
বন্যপ্রাণী সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।

0
Updated: 2 weeks ago
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
Created: 15 hours ago
A
কূটনীতি
B
মানবাধিকার
C
যুদ্ধাপরাধ
D
সমুদ্র
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক সম্পর্ক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তির পূর্ণরূপ: Vienna Convention on Diplomatic Relations
-
গৃহীত: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: মোট ৫৩টি ধারার মধ্যে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত
-
দেশগুলোর সাক্ষর: ভারত ১৯৬৫ সালে, বাংলাদেশ ১৯৭৮ সালে
-
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা
-
কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা
-
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ ধারার পরিপন্থী কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়

0
Updated: 15 hours ago