কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
উত্তরের বিবরণ
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।

0
Updated: 16 hours ago
NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
Created: 15 hours ago
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে

0
Updated: 15 hours ago
কিয়োটো প্রটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
জার্মানি
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

0
Updated: 1 week ago
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 month ago
A
ইয়াংসিকিয়াং নদী
B
আমুর নদী
C
হোয়াংহো নদী
D
মেকং নদী
ইয়াংসিকিয়াং (Yangtze River)
-
অবস্থান: এশিয়া, চীন
-
দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)
-
বিশ্ব র্যাঙ্ক: পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী
-
উৎপত্তি: তিব্বতের মালভূমি
-
প্রবাহ: পশ্চিম থেকে পূর্ব চীনের উপত্যকা ধরে, পূর্ব চীন সাগরে পতিত
-
অববাহিকা বিস্তৃতি:
-
পশ্চিম থেকে পূর্ব: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
উত্তর থেকে দক্ষিণ: প্রায় ৬০০ মাইল (১,০০০ কিমি)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago