কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
উত্তরের বিবরণ
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:
0
Updated: 1 month ago
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
Created: 1 month ago
A
কূটনীতি
B
মানবাধিকার
C
যুদ্ধাপরাধ
D
সমুদ্র
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক সম্পর্ক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তির পূর্ণরূপ: Vienna Convention on Diplomatic Relations
-
গৃহীত: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: মোট ৫৩টি ধারার মধ্যে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত
-
দেশগুলোর সাক্ষর: ভারত ১৯৬৫ সালে, বাংলাদেশ ১৯৭৮ সালে
-
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা
-
কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা
-
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ ধারার পরিপন্থী কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়
0
Updated: 1 month ago
বর্তমানে জিডিপিতে শীর্ষ অর্থনীতির দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
জার্মানি
C
যুক্তরাজ্য
D
যুক্তরাষ্ট্র
জিডিপি:
- জিডিপি একটি দেশের অর্থনীতির ব্যাপকতা মূল্যায়নের জন্য একটি মূল মেট্রিক হিসাবে কাজ করে।
- একটি দেশের জিডিপি পরিমাপ করার ভোগ্যপণ্য, নতুন বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানির নিট মূল্যের উপর মোট ব্যয়ের সমষ্টি দ্বারা মোট প্রাপ্ত করা হয়।
- এই নিবন্ধটির লক্ষ্য ২০২৫ সালে বিশ্বের দশটি বৃহত্তম অর্থনীতির অন্তর্দৃষ্টি প্রদান করা,
- জিডিপিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- ভারত চতুর্থ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য ষষ্ঠ অর্থনীতির দেশ ।
0
Updated: 2 months ago