Research and Analysis Wing কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
A
ভারত
B
আমেরিকা
C
রাশিয়া
D
চায়না
উত্তরের বিবরণ
ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং এর মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হতে থাকে।
-
পূর্ণরূপ: Research and Analysis Wing (RAW)।
-
প্রতিষ্ঠা: ১৯৬৮ সালে।
-
RAW প্রতিষ্ঠার আগে ভারতের Intelligence Bureau (IB) দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করত।
-
প্রথম পরিচালক: রামেশ্বর নাথ কাও।

0
Updated: 16 hours ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 4 weeks ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 4 weeks ago
২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Created: 4 days ago
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:

0
Updated: 4 days ago
’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
Created: 4 days ago
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জ:
- সেনকাকু দ্বীপ: চীন–জাপান।
- আবু মুসা দ্বীপ: ইরান সংযুক্ত আরব আমিরাত।
- পেরেজিল দ্বীপ: মরক্কো -স্পেন।
- শাখালিন দ্বীপপুঞ্জ: রাশিয়া – জাপান।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ: চীন- তাইওয়ান ফিলিপাইন মালয়েশিয়া-ভিয়েতনাম।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
- কুরিল দ্বীপপুঞ্জ: রাশিয়া – জাপান।

0
Updated: 4 days ago