Research and Analysis Wing কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
A
ভারত
B
আমেরিকা
C
রাশিয়া
D
চায়না
উত্তরের বিবরণ
ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং এর মাধ্যমে ভারতের বহিরাগত গোয়েন্দা কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হতে থাকে।
-
পূর্ণরূপ: Research and Analysis Wing (RAW)।
-
প্রতিষ্ঠা: ১৯৬৮ সালে।
-
RAW প্রতিষ্ঠার আগে ভারতের Intelligence Bureau (IB) দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করত।
-
প্রথম পরিচালক: রামেশ্বর নাথ কাও।
0
Updated: 1 month ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 2 months ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica
0
Updated: 2 months ago
নিম্নোক্ত কোন দার্শনিক বয়োজ্যেষ্ঠ হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
সক্রেটিস
B
এরিস্টটল
C
আলেকজান্ডার
D
প্লেটো
গ্রিক দার্শনিকদের মধ্যে সক্রেটিস সবচেয়ে প্রখ্যাত একজন। তিনি দর্শনের ক্ষেত্রে মৌলিক চিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার শিক্ষার ধারাবাহিকতা তার শিষ্যদের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়।
-
সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।
-
তার শিষ্য ছিলেন প্লেটো, যিনি দর্শন ও আদর্শবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
-
প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন।
-
এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার, যিনি শিক্ষা ও রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
-
এই ধারাবাহিকতা দেখায় যে প্রত্যেকে গ্রিক দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
0
Updated: 1 month ago
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৮ সালে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে ঘটে, যা শীতল যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়।
-
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে সংঘটিত হয়।
-
সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
-
এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
-
১৬ থেকে ২৮ অক্টোবর, মোট ১৩ দিন ধরে সংকট চলতে থাকে।
-
এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়।
0
Updated: 1 month ago