কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
উত্তরের বিবরণ
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট
0
Updated: 2 months ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 1 month ago
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
COMESA (The Common Market for Eastern and Southern Africa)
-
ধরন: আঞ্চলিক অর্থনৈতিক জোট
-
সংখ্যা: ২১টি দেশ অন্তর্ভুক্ত
-
প্রতিষ্ঠার পূর্বসূরি: Preferential Trade Area (PTA), ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও সামষ্টিক উন্নয়ন সাধন
-
বৈশিষ্ট্য:
-
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তি
-
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজির মুক্ত চলাচল প্রচার
-
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক
-
0
Updated: 1 month ago
ব্রিকসের সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
ব্রাজিল
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, যা প্রধানত emerging economies-এর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত।
-
পূর্ণরূপ: Brazil, Russia, India, China, South Africa
-
পূর্বনাম: BRIC
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সদস্য দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া
-
সর্বশেষ সম্মেলন: ১৭তম BRICS সম্মেলন, ৬-৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
পর্যবেক্ষক দেশসমূহ
-
আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম
-
তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে
উৎস:
0
Updated: 1 month ago