কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
উত্তরের বিবরণ
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

0
Updated: 16 hours ago
জেসমিন বিপ্লব সংঘটিত হয়-
Created: 16 hours ago
A
ইউক্রেন
B
রাশিয়া
C
তিউনিসিয়ায়
D
লিবিয়া
তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয়, যা আরব বসন্তের অংশ হিসেবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ সুগম করে। এই বিপ্লবের নামকরণ তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে নেওয়া হয়েছে।
-
বিপ্লবের স্থান ও সময়: তিউনিসিয়া, ২০১১
-
প্রেক্ষাপট: আরব বসন্তের প্রভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন
-
নামকরণ: তিউনেশিয়ার জাতীয় ফুল জেসমিন থেকে, তাই “জেসমিন বিপ্লব”
-
উদ্দেশ্য: দেশের স্বৈরতান্ত্রিক শাসন ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে গণআন্দোলন

0
Updated: 16 hours ago
সর্বপ্রথম ওপেকের সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
Created: 4 days ago
A
কারাকাস, ভেনেজুয়েলা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
বাগদাদ, ইরাক
D
তেহরান, ইরান
ওপেক একটি আন্তর্জাতিক জোট, যেখানে তেল রপ্তানিকারক দেশগুলো একত্র হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের স্বার্থ রক্ষা ও নীতি সমন্বয়ের জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries (OPEC)
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: বাগদাদ কনফারেন্সের মাধ্যমে
-
প্রতিষ্ঠার প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর, ১৯৬০
-
প্রতিষ্ঠাস্থল: বাগদাদ, ইরাক
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা (মোট ৫টি)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল)
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
অতিরিক্ত তথ্য হিসেবে,
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; জানুয়ারি ২০১৬-তে পুনরায় সক্রিয় করে, তবে নভেম্বরে আবার স্থগিত করে
উৎস:

0
Updated: 4 days ago
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
Created: 1 month ago
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 1 month ago