কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
উত্তরের বিবরণ
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 16 hours ago
’কালাহারি মরুভূমি’ যে তিনটি দেশে বিস্তৃত?
Created: 1 month ago
A
মিশর, লিবিয়া, চাঁদ
B
নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া
C
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া
D
বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
কালাহারি মরুভূমি (Kalahari Desert)
-
অবস্থান: আফ্রিকা মহাদেশ
-
বিশেষত্ব: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি; বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি
-
দেশসমূহ: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা (মোট ৩টি দেশ)
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি
-
বিস্তার:
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস: Worldatlas.com

0
Updated: 1 month ago
'নানকিং চুক্তি' কোন যুদ্ধের সাথে জড়িত?
Created: 16 hours ago
A
আফিম যুদ্ধ
B
কোরিয় যুদ্ধ
C
বসনিয়া যুদ্ধ
D
বক্সারের যুদ্ধ
আফিম যুদ্ধ ছিল চীনের সঙ্গে ব্রিটেনের মধ্যে সংঘটিত এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা মূলত আফিমের চোরাচালান ও ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে চীনা শাসকগোষ্ঠী পরাজিত হয় এবং ব্রিটিশদের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
আফিম যুদ্ধ:
-
ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায় ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে আফিম রপ্তানি শুরু করে।
-
১৮৩৯ সালে চীনা শাসকগোষ্ঠী আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
-
কোম্পানি অবৈধভাবে আফিম ব্যবসা চালিয়ে যাওয়ায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
প্রথম আফিম যুদ্ধে চীনা পক্ষ পরাজিত হয়।
-
-
নানকিং চুক্তি (১৮৪২):
-
চীনা শাসকগোষ্ঠী ব্রিটিশদের সঙ্গে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তি প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।
-
চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হংকং নিয়ন্ত্রণ প্রদান করা হয়।
-

0
Updated: 16 hours ago
'AUKUS' জোটের সদস্যদেশ কোনগুলো?
Created: 16 hours ago
A
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
B
রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
D
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
AUKUS হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
-
চুক্তির অংশগ্রহণকারী দেশ: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি
-
কার্যকর হওয়ার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২১
-
মূল সুবিধা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে

0
Updated: 16 hours ago