কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
উত্তরের বিবরণ
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 2 months ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
-
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে
-
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয়
-
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে
-
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয়
উৎস:
0
Updated: 1 month ago
হিরোশিমা নগরীতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
Created: 1 month ago
A
৩ আগস্ট, ১৯৪৫
B
৬ আগস্ট, ১৯৪৫
C
৯ আগস্ট, ১৯৪৫
D
১১ আগস্ট, ১৯৪৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে যুদ্ধ দ্রুত সমাপ্ত করার চেষ্টা করে।
-
৬ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
৯ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
উভয় বোমা নিক্ষেপের নির্দেশদাতা: মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
0
Updated: 1 month ago