ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।

0
Updated: 16 hours ago
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 2 weeks ago
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:

0
Updated: 2 weeks ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 4 weeks ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
Created: 6 days ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
আফগান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
-
প্রথম ঘোষণা: ১৯৫৪ সালের ৭ এপ্রিল, এক সংবাদ সম্মেলনে
-
সারসংক্ষেপ: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তবে পাশের রাষ্ট্রগুলোও দ্রুত সমাজতন্ত্রীদের দখলে চলে যেতে পারে; অর্থাৎ রাষ্ট্রগুলো “ডমিনো শৈলীতে” পতিত হবে।
-
প্রয়োগ ক্ষেত্র: দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা: এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা প্রদান
-
প্রচলনের সময়কাল: ১৯৫০–১৯৮৯ সাল পর্যন্ত
সূত্র:

0
Updated: 6 days ago