ANZUS চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৪৬ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫২ সালে
উত্তরের বিবরণ
ANZUS একটি সামরিক জোট, যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছিল। এটি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষার ভিত্তি স্থাপন করে।
-
ANZUS হলো একটি সামরিক জোট।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
-
কার্যকর হওয়ার বছর: ১৯৫২।
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
-
প্রধান লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা এবং পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
Created: 1 month ago
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ:
| দ্বীপ / দ্বীপপুঞ্জ | বিরোধপূর্ণ দেশসমূহ |
|---|---|
| সেনকাকু দ্বীপ | চীন – জাপান |
| আবু মুসা দ্বীপ | ইরান – সংযুক্ত আরব আমিরাত |
| পেরেজিল দ্বীপ | মরক্কো – স্পেন |
| শাখালিন দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
| স্প্রাটলি দ্বীপপুঞ্জ | চীন – তাইওয়ান – ফিলিপাইন – মালয়েশিয়া – ভিয়েতনাম |
| ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | যুক্তরাজ্য – আর্জেন্টিনা |
| কুরিল দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
0
Updated: 1 month ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 months ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট
0
Updated: 2 months ago
OPCW’ এর পূর্ণরূপ-
Created: 2 months ago
A
Organization for The preservation of weather
B
Organization for the Prohibition of Chemical Weapons
C
Organization for protection of Chemical Weapons
D
Organization for the Prohibition of Cost Wealth
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠা: ২৯ এপ্রিল, ১৯৯৭
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড
-
সমর্থনকারী দেশ: ১৯৩ টি
-
অ-স্বাক্ষরকারী: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
বিশেষ তথ্য: ইসরাইল স্বাক্ষর করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়।
-
অর্জন: ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
উৎস: OPCW ওয়েবসাইট
0
Updated: 2 months ago